Garden reach: মৃত্যুপুরী গার্ডেনরিচ, কেন বেআইনি নির্মাণ হচ্ছে বুঝতেই পারছেন না ফিরহাদ

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গার্ডেনরিচ (Garden reach)। শনিবার গভীর রাতে গার্ডেনরিচে একটি ঝুপড়ির ওপর ভেঙে পরল নির্মীয়মাণ বহুতল। এই ঘটনায় এখনও অবধি মৃত্যু হয়েছে ৯ জনের।…

Garden reach: মৃত্যুপুরী গার্ডেনরিচ, কেন বেআইনি নির্মাণ হচ্ছে বুঝতেই পারছেন না ফিরহাদ

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গার্ডেনরিচ (Garden reach)। শনিবার গভীর রাতে গার্ডেনরিচে একটি ঝুপড়ির ওপর ভেঙে পরল নির্মীয়মাণ বহুতল। এই ঘটনায় এখনও অবধি মৃত্যু হয়েছে ৯ জনের। এবার এই ঘটনায় আজব সাফাই দিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

তিনি জানান, ‘কেন বেআইনি নির্মাণ হচ্ছে বুঝতে পারছি না। বেআইনি নির্মাণ একটা সামাজিক ব্যাধি, দূর করতে পারছি না। বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের। বেআইনি নির্মাণ কাউন্সিলরের দেখার কথা নয়।’ এক কথায় দায় ঠেকাতে চাইছেন অন্যের ঘারে ফিরহাদ বলে মনে করছে বিসিস্ত মহল। এদিকে ফিরহাদ হাকিমের মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামলেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। তিনি বলছেন, ‘মেয়র দায়িত্ব এরাতে পাড়েন না।’

Advertisements

অন্যদিকে সুকান্ত মজুমদার বলছেন, ‘দায় নিয়ে পদত্যাগ করুক মেয়র।’ গার্ডেনরিচে যেন মারণফাঁদ হয়ে রয়েছে। হেলে রয়েছে একের পর এক বহুতল। যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।