Kolkata Airport: ভয়াবহ আগুনে জ্বলছে কলকাতা বিমানবন্দর

বিধ্বংসী আগুন কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের ৪ টি ইঞ্জিন। জানা যাচ্ছে, রাত ৯:১০ নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে।

Kolkata Airport

short-samachar

বিধ্বংসী আগুন কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের ৪ টি ইঞ্জিন। জানা যাচ্ছে, রাত ৯:১০ নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। বিমানবন্দর থেকে যাত্রীদের বার করে আনা হয়েছে।

   

আগুনের জেরে বিমান ওঠা নামা বন্ধ রয়েছে এই মুহূর্তে। আগুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলছে। মঙ্গলবার রাতে হঠাৎই আগুন লাগে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে যে ৩-এ গেটের কাছে হঠাৎ আগুন লাগে। এরপরই গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়।

দমকল সূত্রে খবর, আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল। বিমানবন্দর কর্তৃপক্ষ আগুনের কারণ নিয়ে এখনও কিছু জানায়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।