Fire: মাসের শুরুতেই কলকাতায় দানবিক আগুন লাগল, ছুটছে দমকল

নতুন মাসের শুরুতেই শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকান্ডের (Fire) ঘটনা ঘটল। জানা গিয়েছে, আজ মঙ্গলবার ধাপার মাঠপুকুরে মোবিলের কারখানায় এই আগুন লেগেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী,…

নতুন মাসের শুরুতেই শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকান্ডের (Fire) ঘটনা ঘটল। জানা গিয়েছে, আজ মঙ্গলবার ধাপার মাঠপুকুরে মোবিলের কারখানায় এই আগুন লেগেছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রচুর প্ররিমানে দাহ্য বস্তু থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে ডোমকলের ৬টি ইঞ্জিন। গোটা কারখানাটি দাউ দাউ করে জ্বলছে। ২তলা অবধি আগুনের শিখা ছড়িয়ে পরেছে। এদিকে ঝোড়ো হাওয়া বেশি হওয়ায় পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের বের করে আনছে পুলিশ। 

   

রাসায়নিক ভর্তি ড্রামে আগুন লেগে যাওয়ায় এহেন পরিস্থিতি বলে মনে করছেন দমকলের আধিকারিকরা।আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের অন্তত ৯টি ইঞ্জিনকে কাজে লাগানো হয়েছে। পূর্ব কলকাতার ধাপা রোডের একটি মোটর অয়েল কারখানায় আগুন লাগে সকাল ১১টা ২৫ মিনিটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই ঘটনায় কেউ হতাহত হয়নি।