হাইকোর্টে আগুন আতঙ্ক, তড়িঘড়ি খালি করা হল এজলাস

এবার কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) আগুন আতঙ্ক ছড়াল। জানা গিয়েছে, শুক্রবার হাইকোর্টের ৩৪ নম্বর এজলাসে আগুন আতঙ্ক ছড়ায়। Advertisements এদিন বিদ্যুতের তারের পোড়া গন্ধ…

high-court

এবার কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) আগুন আতঙ্ক ছড়াল। জানা গিয়েছে, শুক্রবার হাইকোর্টের ৩৪ নম্বর এজলাসে আগুন আতঙ্ক ছড়ায়।

Advertisements

এদিন বিদ্যুতের তারের পোড়া গন্ধ বেরোতেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় এজলাস। সুত্রের খবর, ঘটনার সময়ে এজলাসে ছিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর হাইকোর্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও অবধি কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

   

এজলাসে থাকা আতঙ্কিত আইনজীবীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেলা ১১টা নাগাদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অপেক্ষা করছিলেন এজলাসে হাজির আইনজীবী ও বিচারপ্রার্থীরা। তখনই তাঁরা পোড়া গন্ধ পান। সঙ্গে সঙ্গে এজলাস খালি করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। দমকল এসে পরিস্থিতি খতিয়ে দেখে। শুরু হয়েছে আদালতের কাজকর্ম।