Fire: সাত সকালেই আগুন সেক্টর ফাইভে

সপ্তাহ এবং নতুন মাসের শুরুতেই শহরে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটল। আগুন লাগল সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে। জানা গিয়েছে, সোমবার ভোরে ওই বিল্ডিংয়ের ১১ তলায়…

representative fire image

short-samachar

সপ্তাহ এবং নতুন মাসের শুরুতেই শহরে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটল। আগুন লাগল সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে। জানা গিয়েছে, সোমবার ভোরে ওই বিল্ডিংয়ের ১১ তলায় একটি কল সেন্টার অফিসের পাশে লিফটের সার্ভিস রুমে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় তিনটি ইঞ্জিন, কিছু সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হনননি, তবে হঠাৎ আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ওই বিল্ডিং ও আশেপাশে এলাকায়।

   

দমকল পৌঁছানোর আগেই ওই বিল্ডিংএর নিরাপত্তা কর্মীরা মজুত রাখা স্মোক স্প্রে করে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। দমকল এসে বাকি আগুন আগুন নেভায়। বর্তমানে বিল্ডিংয়ের লিফ্ট বন্ধ রয়েছে। কী কারণে আগুন লাগে, তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল বাহিনী। বিল্ডিংয়ের ফেসিলিটি ইনচার্জ প্রিয়াঙ্কা কর জানান, রাতে ডিউটিতে থাকা কর্মীরাই ভোরবেলায় প্রথম লক্ষ্য করেন যে আগুন লেগেছে। এরপরেই তারা দমকলে খবর দেন। নিজেরাও ফোম স্প্রে করেন। দমকল আসার আগেই মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আনা হয়।