পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, খালি করা হচ্ছে একের পর এক বিল্ডিং

প্রচণ্ড গরমের মধ্যেই কলকাতা শহরে বিরাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। আজ মঙ্গলবার সকালে পার্ক স্ট্রিটের (Park Street) পার্ক সেন্টারে বিধ্বংসী আগুন লাগল। আগুনের ভয়াবহতা বিরাট।…

প্রচণ্ড গরমের মধ্যেই কলকাতা শহরে বিরাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। আজ মঙ্গলবার সকালে পার্ক স্ট্রিটের (Park Street) পার্ক সেন্টারে বিধ্বংসী আগুন লাগল। আগুনের ভয়াবহতা বিরাট। ২৪ নম্বর পার্ক স্ট্রিটে আগুন। গলগল করে আগুন বেরোতে দেখা যাচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে যাচ্ছে দমকলের একের পর এক ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়েছে।

যেহেতু এটা অফিস পাড়া তাই স্বাভাবিকভাবেই সকলের মধ্যে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে সমগ্র এলাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকলের আধিকারিকরা। আশেপাশের বহু বিল্ডিংকে খালি করা হচ্ছে। অ্যালেন পার্কের পাশে একটি রেস্তোরাঁয় মূলত আগুন লেগেছে। 

Advertisements

ঘটনার সময়ে ক্যাফের ভেতরে ৩ থেকে ৪ জন আটকে ছিলেন, তাঁদের দমকলের আধিকারিকরা নিরাপদে বের করে এনেছেন বলে খবর। এখনও অবধি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ৯টি ইঞ্জিন।