Fake Poppy Seed: ভেজাল পোস্ত কারবারের হদিশ বড়বাজারে

নিউজ ডেস্ক, কলকাতা: পোস্তায় ফের ভেজাল পোস্ত (Poppy Seed)! আসল পোস্তর সঙ্গে মেশানো হচ্ছিল ভুট্টার গুঁড়ো, তারপর তাকে প্যাকেটে করে পাঠানো হচ্ছিল বাজারে।  বৃহস্পতিবার গোপন…

posto

নিউজ ডেস্ক, কলকাতা: পোস্তায় ফের ভেজাল পোস্ত (Poppy Seed)! আসল পোস্তর সঙ্গে মেশানো হচ্ছিল ভুট্টার গুঁড়ো, তারপর তাকে প্যাকেটে করে পাঠানো হচ্ছিল বাজারে। 

বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজার স্টেশন লাগোয়া এই গোডাউনে কলকাতা পুলিশের (Kolkata Police) এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) অভিযান চালায়। আটক করা হয় এক ব্যবসায়ীকে। ইবি সূত্রে খবর, প্রচুর ভেজাল পোস্ত উদ্ধার হয়েছে। সেগুলি পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। এই চক্রে আর কেউ জড়িত কিনা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। এর আগেও বেশ কয়েকবার পোস্তায় ভেজাল পোস্ত কারবারের হদিশ মিলেছে। আরও একবার ফের সেই পোস্তাতেই ধরা পড়ল ভেজাল পোস্ত কারবার। 

   

প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারি মাসে, পোস্তায় ভেজাল পোস্তর কারবার ধরা পড়ে। সাদা পোশাকে অভিযান চালিয়ে চক্রীদের গ্রেফতার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বেশ কয়েকমাস ধরেই পোস্তার মহর্ষি দেবেন্দ্র রোডে বেআইনিভাবে জাল পোস্ত তৈরির কারবার চলছিল। সেখানেও পোস্তর সঙ্গে মেশানো হচ্ছিল ভুট্টার দানা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হাতেনাতে একজনকে ধরে ফেলে। উদ্ধার হয় ভুট্টার দানা, গ্রাইন্ডার মেশিন ও অন্যান্য সরঞ্জাম। আধিকারিকরা দেখেন, দোকানের ভেতর একটি গোপন কুঠুরিতে ২ মহিলা কর্মীকে দিয়ে এই ভেজাল মেশানোর কাজ চলছিল। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, কলকাতাসহ সংলগ্ন এলাকায় এই ভেজাল পোস্তের ব্যবসা চালিয়ে বিপুল টাকার মুনাফা করা হত।