Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata Cityবাংলায় এবার পদ্ম-ফুলের রমরমা, কটা করে আসন বিজেপি-তৃণমূলের? জানুন সমীক্ষা

বাংলায় এবার পদ্ম-ফুলের রমরমা, কটা করে আসন বিজেপি-তৃণমূলের? জানুন সমীক্ষা

লোকসভা শেষ হতেই হিসেব কষা শুরু হয়ে গিয়েছে। কী হতে চলেছে লোকসভা ভোটের ফলাফল। কেইবা বসতে চলেছে দিল্লির মসনদে। আগামী মঙ্গলবার কী ফলাফল হতে চলেছে দেশের, তারই আগাম আভাস পাওয়া গেল বুথ ফেরত সমীক্ষায়।

Advertisements

রিপাবলিক টিভির করা বুথ ফেরত সমীক্ষায় উঠে এল চমকে দেওয়ার মতো তথ্য। রিপাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষায়( exit poll)  বাংলায় পদ্মফুল ফোটার বিরাট ইঙ্গিত পাওয়া গেল। শুধু তাই নয় আরও জানা গেল এবারেও খাতা খুলতে পারবে না সিপিএম। এছাড়াও ইঙ্গিত রয়েছে যে, বাংলায় কংগ্রেস শূন্য হতে পারে। কমতে পারে ঘাসফুলের আসন সংখ্যা।

Advertisements

রিপাবলিক টিভি পিমারকিউ(P-MARQ) সংস্থার সাহায্যে বুথ ফেরত সমীক্ষায় ফলাফল প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি বাংলায় পেতে পারে ২২টি আসন, তৃণমূল পেতে পারে ২০টি আসন এবং বাকিরা শূন্য ফলাফল করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। যেখানে দেখা গিয়েছে ভোটের শতাংশের হিসেবে বিজেপি পাবে ৪২ শতাংশ ভোট, তৃণমূল পাবে ৪৪ শতাংশ ভোট, ৪ শতাংশ সিপিএম এবং কংগ্রেস ৬ শতাংশ ভোট পেতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে।

মোদীর হ্যাটট্রিক নিশ্চিৎ, ৩৫০-য়ের বেশি আসন জিতে ক্ষমতায় ফিরছে এনডিএ, রিপোর্ট সমীক্ষার

ইন্ডিয়া নিউজ-ডি-ডায়নামিক্সের এক্সিট পোল অনুযায়ী, বিজেপি ২১টি আসনে জিততে পারে। ১৯টি আসনে নেমে যেতে পারে তৃণমূল। রিপাবলিক ভারত-ম্যাট্রিজের সমীক্ষায় অনুযায়ী, ২১-২৫টি আসনে জিততে পারে বিজেপি। তৃণমূলের আসন সংখ্যা ১৬-২০ হতে পারে।

এবিপি-সি ভোটারের বুথফেরত সমীক্ষায় প্রকাশ, বাংলার ৪২টি লোকসভার মধ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। তৃণমূলের আসম সংখ্যা ২২ থেকে কমে হতে পারে ১৩-১৭টি আসন। বাম-কংগ্রেসের মিলিত ভোট হতে পারে ১৩.২ শতাংশ। ১-৩টি আসন জিততে পারে এই জোট।

টিভি৯-এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে ১৭টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ২২টি আসন। কংগ্রেসের মাত্র ১টি আসন ধরে রাখতে সমর্থ হবে। তবে বিধানসভার মতো শূন্য হাতেই ফিরতে হতে পারে বামেদের।

Pm Modi: অনবরত কটূক্তির জবাব! বুথ ফেরৎ সমীক্ষার ফল দেখেই তোপ উচ্ছ্বসিত মোদীর

অন্যদিকে ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী তৃণমূল পেয়েছিল ২২ আসন, বিজেপি পেয়েছিল  ১৭ আসন  এবং কংগ্রেস ২টি আসন পেয়েছিল। পরে উপনির্বাচনে আসানসোল লোকসভা আসনটিতে বিজেপিকে হারিয়ে দেয় তৃণমূল। ফলে জোড়-ফুলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩।

তবে, বুথ পেরৎ সমীক্ষার ফল উড়িয়ে দিয়েছে শাসক দল তৃমমূল। মন্ত্রী ব্রাত্য বসুর দাবি, ‘স্বাধীনতার পরে প্রথম এত বড় নির্বাচন হল। কোনও বিশেষ রাজনৈতিক দল যাতে সুবিধা পায় সে কারণে এসব করা হল। এরপরেও আমরা মনে করি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ভাল ফলাফল করবে। এই সপ্তম দফায় বিজেপির কফিনে শেষ পেরেক পোঁতা হয়েছে।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments