করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমিত মিত্র

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সূত্র মারফৎ জানা গিয়েছে, ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি র‍য়েছেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা…

West Bengal to Host Business and Industry Conclave to Boost Investment Opportunities

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সূত্র মারফৎ জানা গিয়েছে, ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি র‍য়েছেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয়। ২০১১ সাল থেকে টানা দশ বছর অর্থ দফতরের ভার সামলেছেন অর্থনীতির প্রাক্তন অধ্যাপক ও বণিকসভা ফিকি-র প্রাক্তন মহাসচিব অমিত। রাজ্যের কোষাগারে অর্থের সংস্থান এবং খরচ সামলানোর ক্ষেত্রে তিনি মমতার যথেষ্ট আস্থাভাজন। এমনকি টাকা-পয়সা নিয়ে দিল্লিতে কেন্দ্রের কাছে দরবার করতেও বিভিন্ন সময়ে তাঁকেই এগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

TMC: পাশাপাশি বসে দায় সারলেন সৌগত এবং মদন! দোষ চাপালেন পুলিশের ঘাড়ে

   

 অমিত মিত্রের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তিনি ডায়বেটিসেরও রোগী। বয়সও হয়েছে। এমন পরিস্থিতি করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা বেড়েছে। আরও জানা গিয়েছে যে সোমবারই করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত সারা দেশে ২৭২ জন নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস অর্থাৎ কেপি.২ দ্বারা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে বাংলা থেকে যাওয়া ৩০টি নমুনা রয়েছে। 

কেদারনাথ মন্দির থেকে উধাও ২২৮ কেজি সোনা! চাঞ্চল্যকর দাবি জ্যোতির্মঠ শঙ্করাচার্যের

Advertisements

সেই অমিত মিত্র এ বার ভোটে লড়েননি। স্বাস্থ্যের কারণে অব্যাহতি চেয়েছিলেন মমতার কাছে। তৃণমূল নেত্রী সেই অনুরোধ মেনে নেন। অমিতের কেন্দ্র খড়দহে প্রার্থী করা হয় সেখানকার পুর-প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান কাজল সিংহকে। কাজল ভোটে জিতেছেন। কিন্তু ফল বেরনোর আগেই কোভিডে মৃত্যু হয়েছে তাঁর। সেখানে আবার ভোট হবে।

 অর্থমন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জিএসটি পরিষদে সমস্ত রাজ্যের হয়ে দর কষাকষিতেও। কিছুদিন আগে ব্রিটানিয়া কোম্পানি নিয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন। ব্রিটানিয়া তারাতলার কারখানা বন্ধের পর থেকেই রাজ্য গেল গেল রব উঠেছিল। বিরোধী দলগুলো সরব হয়েছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। কিন্তু এবার আশ্বস্ত করছিলেন খোদ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা অমিত মিত্র। তিনি জানিয়েছিলেন, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের অফিস থাকছে কলকাতাতেই।