Kolkata: কলকাতায় মার খেল পুলিশ, এন্টালিতে ধুন্ধুমার

এন্টালিতে ধুন্ধুমার কাণ্ড! হেনস্থার শিকার পুলিশ। রাতভর ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। খাস কলকাতার এন্টালি থানা এলাকায় এই ঘটনায় দ্রুত চাঞ্চল্য ছড়ায় এলাকায়।…

এন্টালিতে ধুন্ধুমার কাণ্ড! হেনস্থার শিকার পুলিশ। রাতভর ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। খাস কলকাতার এন্টালি থানা এলাকায় এই ঘটনায় দ্রুত চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা যাচ্ছে, রাত পর্যন্ত জোরে জোরে ডিজে বক্স বাজছিল। স্থানীয়রা একাধিকবার বারণ করা সত্তেও শোনেননি পিকনিক উদ্যোক্তরা। বাধ্য হয়ে পুলিশকে ফোন করেন সেখানকার বাসিন্দারা। এরপর পুলিশ এলে তাঁদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগ, মদ্যপ অবস্থায় হাত তোলা হয় পুলিশের গায়ে।

জানা যাচ্ছে, শনিবার রাতে সিআইটি রোডের আনন্দপালিতে একটি ফ্ল্যাটের ছাদের উপর জন্মদিনের পার্টি ছিল। সেই পার্টিতেই সন্ধ্যে থেকেই ডিজে বক্স চলছিল। রাত বাড়লেও গান বন্ধ হয়নি। এরপর ১০০ ডায়েল করে পুলিশে ফোন করেন ফ্ল্যাটের এক বাসিন্দা। অভিযোগ পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসেন এন্টালি থানার পুলিশ।

এরপর পার্টির লোকজনের সঙ্গে বচসা বাধে পুলিশের। এরপর মদ্যপ অবস্থায় এক সিভিক ভলান্টিয়র ও এক সার্জেনের গায়ে হাত তোলেন অভিযুক্তরা বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয়। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

অভিযুক্তরা হলেন প্রভাত সরকার, বাপি সরকার ও বাপ্পা সরকার। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। ফ্ল্যাটের এক বাসিন্দা জানিয়েছেন, “জন্মদিনের অনুষ্ঠানে আমরাও নিমন্ত্রিত ছিলাম। তবে রাত্রিবেলা খেয়ে দেয়ে চলে আসি। একটা পর্যন্ত বক্স বাজচ্ছিল। তারপর তো শুয়ে পড়েছিলাম। হঠাৎ শুনি চিৎকার। দরজা খুলে দেখি পুলিশ এসেছে। এরপর কী হয়েছে বলতে পারব না।”