Coal smuggling: কয়লার কালো টাকা বাংলা সিনেমায় ব্যবহার হয়েছে বলে দাবি ইডির

বালিগঞ্জের এক নির্মাণ সংস্থার অফিস থেকে কয়লা পাচারের (Coal smuggling) টাকা উদ্ধারের ঘটনায় পরতে পরতে চাঞ্চল্যকর মোড়৷ এবার ইডির (Enforcement Directorate) নজরে এক স্বেচ্ছাসেবী সংস্থা।

coal smuggling

বালিগঞ্জের এক নির্মাণ সংস্থার অফিস থেকে কয়লা পাচারের (Coal smuggling) টাকা উদ্ধারের ঘটনায় পরতে পরতে চাঞ্চল্যকর মোড়৷ এবার ইডির (Enforcement Directorate) নজরে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সূত্রের খবর, মনজিৎ সিং সহ একাধিক নির্মাণ ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থার। সেকারণেই এখন তদন্তকারী সংস্থার স্ক্যানারে সেই স্বেচ্ছাসেবী সংস্থা।

ইডি অফিসারদের দাবি, কয়লা পাচারের কালো টাকা সাদা করতে এই স্বেচ্ছাসেবী সংগঠনকে ব্যবহার করা হত। ইডির তরফে দাবি করা হচ্ছে, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগসূত্র রয়েছে বাংলা সিনেমার। অর্থাৎ কয়লা পাচারের কালো টাকা ব্যবহার হয়েছে বাংলা সিনেমাতেও। এমনকি এই টাকায় তৈরি একটি ছবি মুক্তিও পেয়েছে। ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে একটি নির্মাণ সংস্থার। যার ওপরেও নজর রয়েছে ইডির।

জানা গেছে, ইডির ব়্যাডারে যে সমস্ত নির্মাণ সংস্থার ব্যবসায়ীরা রয়েছেন, তাদের মধ্যে একজনের ছবির প্রযোজনা সংস্থার সঙ্গে সরাসরি যোগ মিলেছে। তদন্তে নেমে ইডি দেখতে পেয়েছে ২০১৯ থেকে ২০২২ অবধি একাধিক এনজিওতে টাকা ঢালার পাশাপাশি টলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থাতেও টাকা বিনিয়োগ করেছে নির্মাণ সংস্থার ব্যবসায়ীরা। আগামী দিনে বেশ কয়েকটি সিনেমাও এখন নজরে রয়েছে ইডির।

এর আগে বালিগঞ্জের টাকা উদ্ধারের ঘটনায় মনজিৎ সিং গ্রেওয়ালকে তলব করেছে ইডি। দিল্লিতে ইডির সদর দফতরে সমস্ত সম্পত্তির তথ্য জমা করেছেন তিনি। এমনকি তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী ভ্রাতৃবধূর সম্পত্তির কথাও জানিয়েছেন তিনি। এখন আবার বাংলা সিনেমার যোগ মিলতেই একাধিক প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে।