কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকবে জানাল নির্বাচন কমিশন

কলকাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷ তাই কবে থেকে শুরু হবে লোকসভা নির্বাচন সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি৷ এরই মধ্যে…

কলকাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷ তাই কবে থেকে শুরু হবে লোকসভা নির্বাচন সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি৷ এরই মধ্যে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে চলতি মাসেই বাহিনী পৌঁছে যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷

কমিশন সূত্রের খবর, ভোটের আগে দুই পর্বে মোতায়েন করা হবে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ প্রথম পর্বে ১ মার্চের মধ্যে রাজ্যে আসছে ১০০ কোম্পানি বাহিনী৷ দ্বিতীয় পর্বে ৭ মার্চের মধ্যে আসছে আরও ৫০ কোম্পানি বাহিনী৷ এই বাহিনী ভোটাদের আস্থা বাড়াতে এলাকায় টহলদারি এবং রুট মার্চ চালাবে৷ ভোট ঘোষণার পর আরও বাহিনী আসবে বলে জানা গিয়েছে৷

এই ১৫০ কেন্দ্রীয় বাহিনী কোন জেলায় কত থাকবে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ দার্জিলিংয়ে প্রথম পর্বে ৩ কোম্পানি, দ্বিতীয় পর্বে ২ কোম্পানি, শিলিগুড়িতে দুই পর্বে এক এক করে দুই কোম্পানি, কালিম্পং-এও এক এক করে দুই কোম্পানি বাহিনী, দুই পর্ব মিলিয়ে কোচবিহারে ৫ কোম্পানি, আলিপুরদুয়ারে ৩ কোম্পানি, জলপাইগুড়িতে ৪ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলায় ৩ কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় ৪ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে৷

মালদহে ৭ কোম্পানি, মুর্শিদাবাদে ৮ কোম্পানি, নদীয়াতে ৮ কোম্পানি বাহিনী, হাওড়া জেলায় সব মিলিয়ে ৯ কোম্পানি, হুগলি জেলায় ৯ কোম্পানি এবং কলকাতা পুলিশ জেলায় ১০ কোম্পানি বাহিনী, গোটা উত্তর ২৪ পরগনায় ২১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে৷ এর মধ্যে সন্দেশখালি যে পুলিশ জেলায় পড়ে, সেই বসিরহাট পুলিশ জেলায় মাত্র ৩ কোম্পানি বাহিনী আগে থেকে মোতায়েন করা হচ্ছে৷ দক্ষিণ ২৪ পরগনায় ৯ কোম্পানি বাহিনী, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম পুলিশ জেলায় ৪ কোম্পানি করে বাহিনী, ঝাড়গ্রামে ৩ কোম্পানি, দুই বর্ধমান মিলিয়ে ১১ কোম্পানি বাহিনী ও পূর্ব মেদিনীপুরে ৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে৷

এতো তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনীর আসার কারণ হিসেবে জানা গিয়েছে, মূলত ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে৷ ২০১৯ সালে রাজ্যে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে তার থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷ বাংলার জন্য চাওয়া হয়েছে ৯২০ কোম্পানি সিএপিএফ বাহিনী৷