Job Scam: চাকরিপ্রার্থীদের ‘চোর চোর’ ধ্বনিতে চাপে মমতা সরকার, কথা বলবেন শিক্ষামন্ত্রী

দুর্নীতি নয় (Job Scam) স্বচ্ছ নিয়োগ চেয়ে চাকরিপ্রার্থীদের আন্দোলন হাজার দিনে পড়েছে।ধর্মতলায় গান্ধী মূর্তির সামনে চাকরিপ্রার্থীদের এক হাজার দিনের ধর্না ঘিরে বিতর্ক থামাতে গিয়ে তৃ়ননূল…

SLST protest Dharmatala Job Scam

দুর্নীতি নয় (Job Scam) স্বচ্ছ নিয়োগ চেয়ে চাকরিপ্রার্থীদের আন্দোলন হাজার দিনে পড়েছে।ধর্মতলায় গান্ধী মূর্তির সামনে চাকরিপ্রার্থীদের এক হাজার দিনের ধর্না ঘিরে বিতর্ক থামাতে গিয়ে তৃ়ননূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে। ড্যামেজ কন্ট্রোলে কুণাল জানান শিক্ষামন্ত্রী কথা বলবেন। তিনি আন্দোলনকারীদের জানিয়েছেন সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হবে।

ধর্ণা মঞ্চ থেকেই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করেন কুনাল ঘোষ। শিক্ষামন্ত্রী প্রায় সাত থেকে আট মিনিট তার সঙ্গে ফোনে কথা বলেন। এবং তিনি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। তবে সেই বৈঠকে এড়িয়ে যেতে চেয়েছেন চাকরিপ্রার্থীরা। তাদের বক্তব্য শুধু বৈঠক করলেই হবে না কারণ এর আগে বহুবার বৈঠক হয়েছে। তবে সেই বৈঠকে তাদের সমস্যার সমাধান হয়নি। পরে তারা বৈঠকে রাজি হয় এবং এই বৈঠকের দিন দেওয়া হয়েছে সোমবার দুপুর তিনটে নাগাদ।

আগামী সোমবার দুপুর তিনটে নাগাদ শিক্ষা দফতরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসবেন হাজার দিন ধরে অবস্থানকারীরা। কুনাল ঘোষ জানিয়েছেন, ” এই জট কিভাবে খোলা যায় যেখানে বিশেষ করে কোর্ট ইনভল্ভ। সেখানে ওদের কিছু বক্তব্য আছে ওরা পয়েন্ট আউট করেছে। মাননীয় শিক্ষামন্ত্রী ওদের সঙ্গে সোমবার তিনটের সময় বৈঠকে বসবে। আমি ওদের বলেছি এখানে ভুল কারোর না কারুর তো আছে। পাপ যদি কেউ করে থাকে তাহলে প্রায়শ্চিত্ত সেই সরকার করবে”।