ED:রেশন দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিকের শাগরেদের নাম

ইডির চার্জশিটে উঠে আসতে পারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর নাম। রেশন দুর্নীতি মামলায় খুব শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই…

Jyotipriya Mallick

ইডির চার্জশিটে উঠে আসতে পারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর নাম। রেশন দুর্নীতি মামলায় খুব শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই চার্জশিটে নাম থাকতে পারে প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস ও তার একাধিক সংস্থার নাম। ইডির দাবি এই ব্যবসায়ী প্রাক্তন মন্ত্রীর কালো টাকাকে সাদা করার দায়িত্ব নিয়েছিলেন।

ইডির দাবি, বিশ্বজিৎ পাঁচ শতাংশ কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির টাকা বিদেশ পাচারে কাজ করতেন। ২০১৪-২০১৫ সালে বিশ্বজিৎ রেশন দুর্নীতির সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচার করেছে।ইডি’র করা অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, এজেন্ট মারফত জ্যোতিপ্রিয়র রেশন দুর্নীতির নগদ টাকা পৌঁছে যেত এই ব্যবসায়ীর কাছে।

শুধু ব্যবসায়ী বিশ্বজিৎ দাস নয়, এই চার্জশিটে নাম থাকার ক্ষীণ সম্ভবনা রয়েছে শঙ্কর আঢ্যর। তাঁকেও এই দুর্নীতিতে যুক্ত বলে দাবি করে ইডি। প্রসঙ্গত বিশ্বজিৎ একসময় শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ছিলেন। তাঁর সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করতেন। পরে নিজেই ব্যবসা শুরু করেন বলে অভিযোগ। উল্লেখ্য এই বিশ্বজিৎ, শঙ্কর আঢ্য এবং জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলবন্দি।