Kuntal Ghosh: তৃণমূল যুবনেতা কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রভাবশালী যোগ পেল ইডি

নিয়োগ দুর্নীতিতে জড়িত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) দুটি অ্যাকাউন্ট থেকে উদ্ধার হওয়া সাড়ে ৬ কোটি টাকা যারা পেয়েছে সেখানেও প্রভাবশালী নেতাদের যোগ খুঁজে পেয়েছে ইডি।

Kuntal Ghosh

নিয়োগ দুর্নীতিতে জড়িত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) দুটি অ্যাকাউন্ট থেকে উদ্ধার হওয়া সাড়ে ৬ কোটি টাকা যারা পেয়েছে সেখানেও প্রভাবশালী নেতাদের যোগ খুঁজে পেয়েছে ইডি।

চাকরি প্রার্থীদের প্রথমে রেট চার্ট সম্পর্কে অবগত করেই চাকরি দেওয়া হত। পরে সেই টাকা এজেন্ট মারফত চলে যেত পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের কাছে। নিয়োগ দুর্নীতিতে এরাই মূল মাথা ছিল বলে দাবি করছে ইডি।

   

কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। নিয়োগের জন্য প্রতিটি বিভাগে রেটচার্ট দেখেই চোখ কপালে উঠেছে ইডির। ইডি সূত্রে খবর, নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য ২০ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে। শুধুমাত্র নবম-দশম নয়, গ্রুপ সি, গ্রুপ ডি ও অন্যান্য বিভাগেও টাকার লেনদেন সম্পর্কে জানতে পেরেছে তদন্তকারী সংস্থা।

Advertisements

ইডি সূত্রে খবর, টেট পরীক্ষার্থীদের কাছ থেকে ৫ থেকে ৭ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। আপার প্রাইমারি বিভাগের জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে নেওয়া হত। স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে সেই টাকার পরিমাণ ছিল ২০ লক্ষ টাকা। একাদশ ও দ্বাদশ বিভাগে টাকার অঙ্ক ২৫ লক্ষ টাকা অবধি পৌঁছে যেত। কখনও অনলাইনে, আবার কখনও নগদ টাকাও লেনদেন হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা আসত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, গোপাল দলপতিদের কাছে।