গোরু চোর, গোরু চোর ধ্বনিতে মমতার প্রিয় কেষ্টকে ‘বিদায়’ জানানো হল

চলে যাচ্ছে অনুব্রত মণ্ডল। রাজ্য থেকে চলে যাচ্ছে সুদূর দিল্লি। তারপর সম্ভবত তিহার জেলে ঠাঁই হবে অনুব্রত মণ্ডল ওরফে (Anubrata Mondal) কেষ্টর। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়…

TMC leader Anubrata Mondal hospital

চলে যাচ্ছে অনুব্রত মণ্ডল। রাজ্য থেকে চলে যাচ্ছে সুদূর দিল্লি। তারপর সম্ভবত তিহার জেলে ঠাঁই হবে অনুব্রত মণ্ডল ওরফে (Anubrata Mondal) কেষ্টর। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট রাজ্য থেকে বিদায় নেওয়ার আগে শুনলেন তাকে লক্ষ্য করে রাস্তার দুপাশ থেকে সবাই বলছে গোরু চোর, গোরু চোর। জনগণের চোখে ‘গোরু চোর’ হিসেবে চিহ্নিত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি। তার বিরুদ্ধে গোরু পাচার মামলায় বিপুল লেনদেনের তদন্ত করছে ইডি। দিল্লিতে নিয়ে গিয়ে অনুব্রতকে দীর্ঘ জেরা করবে ইডি।

কোনও আইনি পথেই নিজেকে আর রাজ্যে আটকে রাখতে পারেননি অনুব্রত মণ্ডল। ফলে তার দিল্লিতে জেরা একদম নিশ্চিত হয়ে যায়। এদিন পশ্চিম বর্ধমানের আসানসোল জেল থেকে কলকাতা এনে অনুব্রতর শারীরিক অবস্থার পরীক্ষা করা হয়। চিকিৎসক ফিট সার্টিফিকেট দেন। তারপর ইডির তরফে বিশেষ ব্যবস্থায় অনুব্রতকে বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে দিল্লিতে পৌঁছেই আরও একদফা পরীক্ষা হবে অনুব্রত মন্ডলের। তারপর শুরু হবে হেফাজতে রেখে লম্বা জেরা।

   

গোরু পাচার তদন্তে বিপুল লেনদেনের বিষয়ে অনুব্রতর মেয়ে সুকন্যাকে জেরা করেছিল ইডি। দিল্লিতে সেই জেরায় সুকন্যা জানায় ‘বাবা সব জানেন’। তারপরেই অনুব্রতকে দিল্লিতে এনে জেরা করতে মরিয়া চেষ্টা শুরু করে ইডি। আর রাজনৈতিক মহলের বিশ্লেষণ, পঞ্চায়েত ভোটের আগে রাজ্য থেকেই সরিয়ে দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। জনতার নজরে বাহুবলী হুমকি দাতা নেতা অনুব্রত মণ্ডল একজন গোরু পাচারকারী। আর তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে অনুব্রত (কেষ্ট) বীর। মন্ত্রী ফিরহাদ হাকিমের নজরে বীরভূমের বাঘ।

বোলপুর থেকে আসানসোলের জেল হয়ে এবার দিল্লিতে অনুব্রত। ঠিকানা তিহার জেল? চলছে আলোচনা।