Tuesday, November 28, 2023
HomeEntertainmentনিয়োগ দুর্নীতির তদন্তে সায়নীকে জেরা করবে ইডি

নিয়োগ দুর্নীতির তদন্তে সায়নীকে জেরা করবে ইডি

টলিপাড়া অভিনেত্রী সায়নী ঘোষ গত বিধানসভা ভোটের কিছু আগে আচমকা তৃণমূল কংগ্রেসের উঁচু সাংগঠনিক পদে চলে যান।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে সায়নীকে। শুক্রবার বেলা এগারোটার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। (ED) ইডি সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস যুবনেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হবে।

   

নিয়োগ দুর্নীতি মামলায় জেলে টিএমসি যুব নেতা কুন্তল ঘোষের বয়ান ধরে জেরা করা হবে সায়নীকে। কুন্তল ঘোষকে গ্রেফতারের পর ইডি মনে করছেন সায়নী ঘোষকেও জেরা করতে হবে। আগামী শুক্রবার সায়নীকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে।

Latest News