বিপুল টাকার কেলেঙ্কারির অভিযোগে ED তলব করল বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan)৷ নুসরত জাহানের বিরুদ্ধে কমপক্ষে কুড়ি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। নুসরতের বিরুদ্ধে অভিযোগ যে সংস্থার মাধ্যমে আবাসন বিক্রির চুক্তি করা হয়েছিল তার অন্যতম পরিচালক মণ্ডলীর সদস্য ছিলেন নুসরত জাহান।
তবে নুসরত জানান, তিনি যখন ডিরেক্টর ছিলেন তখন আবাসন বিক্রি হয়নি। তবে তদন্তে উঠে এসেছে নুসরতের অ্যাকাউন্টে বিপুল টাকা ঢুকেছিল। ইডি সেই কারণে নুসরতকে জেরা করবে।
ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে তলব ইডির। আগামী মঙ্গলবার নুসরতকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে। মূলত যে আবাসন দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছিল। তাদের দেওয়া হয়নি কোনও আবাসন। এই বিষয়ে বিজেপি নেতার শঙ্কুদেব পন্ডা এবং যারা প্রতারিত হয়েছিলেন তারাও ইডির অফিসে যায়। এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপরেই জানা গিয়েছে বসিরহাটের সংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে ইডি সিজিও কমপ্লেক্স এ রোল ওয়ানের দফতরে হাজিরা দিতে বলেন।
একই সঙ্গে সেভেন সেন্স কোম্পানির যে ডিরেক্টর ছিলেন রাকেশ সিং তাকেও তলব করা হয়েছে। এই দুজনকেই আগামী মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হবে।