SSC scam: পার্থর মেয়ে জামাইকে তলব ইডি-র

এসএসসি (SSC scam) দুর্নীতিকাণ্ডে জট যেন কাটতেই চাইছে না। ইডির হেফাজতে আজ শেষ দিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের। এরই…

SSC scam: পার্থর মেয়ে জামাইকে তলব ইডি-র

এসএসসি (SSC scam) দুর্নীতিকাণ্ডে জট যেন কাটতেই চাইছে না। ইডির হেফাজতে আজ শেষ দিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের। এরই মাঝে এবার পার্থর মেয়ে জামাইকে ইমেইল মারফত সমন পাঠাল ইডি। বর্তমানে পার্থর মেয়ে জামাই আমেরিকায় রয়েছেন।

জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে  জামাই কল্যাণময়, তারপরে মেয়ে সোহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রশ্ন উঠছে, তাঁরা কি ইডি দফতরে হাজিরা দেবেন?

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টার বেশি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। এদিকে ইডি সূত্রে দাবি যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অর্পিতাকে চিনতে অস্বীকার করেছেন। তিনি সাফ জানিয়েছেন, অর্পিতার মুখ চেনা। পুজোর কাজে এক দুবার দেখা হয়েছে শুধু।

Advertisements