Job Scam: ইডির মুঠোয় কাকুর ‘গলা’, কালীঘাটে কী ঘটছে?

মধ্যরাতে ‘কালীঘাটের কাকু’র ‘গলা’ এসেছে ইডির মুঠোয়। সেই কণ্ঠস্বর পরীক্ষা করেই নিয়োগ দুর্নীতির (Job Scam)  তদন্তে মস্ত বড় চাঁইয়ের নাগাল পেতে মরিয়া ইডি। সুজয়কৃষ্ণ ভদ্র…

মধ্যরাতে ‘কালীঘাটের কাকু’র ‘গলা’ এসেছে ইডির মুঠোয়। সেই কণ্ঠস্বর পরীক্ষা করেই নিয়োগ দুর্নীতির (Job Scam)  তদন্তে মস্ত বড় চাঁইয়ের নাগাল পেতে মরিয়া ইডি। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু বিশেষ ঘনিষ্ঠ তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার রাতে এসএসকেএম হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, একাধিকবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে সুজয় ভদ্রের। সেই সময় উপস্থিত ছিলেন চোখ-কান-গলা বিশেষজ্ঞরাও।  ইকো প্রুফ রুম তৈরি করে জোকা ইএসআইতে ভয়েস স্য়াম্পেল সংগ্রহ করা হয়। এবার সেই নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

   

ইডি আগেই জানিয়েছে,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর  কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ জরুরি। ইডির দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে তার একটি গুরত্বপূর্ণ ভয়েস মেসেজ মিলেছে। যে কণ্ঠস্বরের সঙ্গে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর মিলিয়ে দেখা জরুরি। এতেই নিয়োগ মামলার অনেক রহস্য ভেদ হতে পারে। 

বুধবার রাত থেকে কালীঘাটের কাকুকে নিয়ে তুলনায় হয় রাজ্য। বিরোধীদের কটাক্ষে জর্জরিত হয়েও তৃণমূল আপাত নীরব। তাৎপর্যপূর্ণ, তৃণমূল নেত্রী মমতার ভাইপো অভিষেক রাজনৈতিক কাজ থেকে গত কয়েকদিন দূরে! তৃণমূলে চলছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার গুরুত্বপূর্ণ বিষয় দেখভাল করতেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।

নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। এর পর থেকে তদন্ত ধীরে চালাতে বারে বারে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তদন্তকারীদের অভিযোগ। গত অগস্টে বাইপাস সার্জারি হয় সুজয়কৃষ্ণের। ফের অসুস্থ হয়ে পড়ায় গত ২২ অগস্ট তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই থেকে হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ছিল সুজয়কৃষ্ণ।