Partha Chatterjee: অ্যাডমিট কার্ড, সম্পত্তির নথি সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত ইডির

রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্ক থামতেই চাইছে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার হওয়া বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিসি ইন্টারন্যাশনাল স্কুলের নামে পশ্চিম মেদিনীপুরে প্রচুর…

partha chatterjee

রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্ক থামতেই চাইছে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার হওয়া বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিসি ইন্টারন্যাশনাল স্কুলের নামে পশ্চিম মেদিনীপুরে প্রচুর সম্পত্তি সংগ্রহ করেছে বলে জানিয়েছে।

এক বিবৃতি অনুযায়ী, ইংরেজি মাধ্যম স্কুলটির দেখাশোনা করছেন পার্থ চ্যাটার্জির জামাইয়ের মামা কৃষ্ণচন্দ্র অধিকারী। তল্লাশির সময় অর্পিতা মুখোপাধ্যায় ও তাঁর সংস্থার নামে স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু অপরাধমূলক নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি এক বিবৃতিতে জানিয়েছে।

সেইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ক্লাস সি এবং ক্লাস ডি পরিষেবায় নিয়োগের জন্য প্রার্থীদের সম্পর্কিত নথিগুলিও উদ্ধার করা হয়েছে।

অনুসন্ধানে গ্রুপ ডি কর্মী নিয়োগ, প্রার্থীদের অ্যাডমিট কার্ড, গ্রুপ ডি কর্মী পদের জন্য চূড়ান্ত ফলাফলের সারসংক্ষেপ, ইন্দ্রনীল ভট্টাচার্যের নামের এক ব্যক্তির ক্লার্ক পদের জন্য প্রশংসাপত্র এবং ব্যক্তিত্ব পরীক্ষার জন্য তথ্য পত্র, গ্রুপ ডি প্রার্থীদের তালিকা, আঞ্চলিক স্তরের নির্বাচন পরীক্ষার অ্যাডমিট কার্ড, একাধিক আবেদনপত্র, রোল নম্বর সহ উচ্চ প্রাথমিক শিক্ষক পদের জন্য ৪৮ জন প্রার্থীর একটি তালিকা পেয়েছে।

উল্লেখ্য, গত শনিবার এসএসসি দুর্নীতি নিয়ে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। সেদিন রাজ্যের প্রায় ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডির দল। সেদিন রাতেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এরপর লাগাতার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় পার্থকে। সেইসঙ্গে গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকেও।