TMC: ইডি ঘেরাটোপে তৃণমূল বিধায়ক তাপস রায়

ফের শহরে ইডি তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসুর বাড়ির পাশাপাশি তৃণমূল (TMC) বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা। বিধায়কের বউবাজারের বাড়িতে চলছে…

ফের শহরে ইডি তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসুর বাড়ির পাশাপাশি তৃণমূল (TMC) বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা। বিধায়কের বউবাজারের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। সেই সঙ্গে বিরাটিতে প্রাক্তন পুর চেয়ারম্যান এবং উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান সুবোধ রায়ের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাপস রায়ের নাম যেমন উঠে আসে তেমনই উঠে এসেছে উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তী। তিনি নাকি ১৬ হাজার চাকরি পাইয়ে দিয়েছিলেন বেআইনি ভাবে। সেসময় উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন সুবোধ চক্রবর্তী। উত্তর দমদম এবং দক্ষিণ দমদম পুরসভার একাধিক চাকরি হয়েছে বেআইনি ভাবে।

সেই দুর্নীতির তত্ত্ব তল্লাশিতেই চলছে এই অভিযান। বিরাটিতে তৃণমূল কাউন্সিলরেকর বাড়িতে কাকভোরেই পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা। কেন তল্লাশি চলছে তা জানতে গিয়ছিলেন বিরাটি থানার পুলিশ। কিন্তু তাদের বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

সন্দেশখালিতে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসাররা তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেকারণে আগে থেকেই এবার সতর্কতা নেওয়া হয়েছে। সেকারণেই বিধায়ক তাপস রায়ের বাড়িতে এবং বরানগরে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে বাড়তি বাহিনী নিয়ে তল্লাশি অভিযানে গিয়েছে ইডি। তাপস রায়ের বউবাজারের বাড়ি বিবি গাঙ্গুলি স্ট্রিটে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। বাড়িতেই রয়েছেন বিধায়ক। সেখানে একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বিরাটিতে তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি অভিযান চলছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে।