ED Raid: কার শিরে সংক্রান্তি? জোরদার ইডি অভিযান শুরু

রেশন দুর্নীতির তদন্তে ফের ইডি অভিযান। রাজ্যের ৫ জায়গায় একযোগে হানা ইডির। প্রাথমিকভাবে জানা যাচ্ছে রেশন দুর্নীতি মামলায় শহরে ইডির হানা। এক যোগে রাজ্যের ৫…

ed-conducts-raid-at-different-locations-of-jharkhand

রেশন দুর্নীতির তদন্তে ফের ইডি অভিযান। রাজ্যের ৫ জায়গায় একযোগে হানা ইডির। প্রাথমিকভাবে জানা যাচ্ছে রেশন দুর্নীতি মামলায় শহরে ইডির হানা। এক যোগে রাজ্যের ৫ জায়গায় হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। এই মুহূর্তে (প্রতিবেদন লেখার সময়) সল্টলেকের অফিস কমপ্লেক্সে রয়েছেন ইডির গোয়েন্দারা। আধিকারিকদের সঙ্গে রয়েছেন সিআরপিএফ জওয়ানরাও।

জানা যাচ্ছে, সোমবার সকালে কলিন স্ট্রিটে ত্রিনয়নী ফোর এক্স প্রাইভেট লিমিটেডের অফিসেও হানা দিয়েছে ইডি। এই কোম্পানির সঙ্গে যোগ রয়েছে শঙ্করের বলে অভিযোগ। আধিকারিকদের দাবি এই কোম্পানির মাধ্যমেও নগদে টাকা জমা পড়েছে ভারতীয় মুদ্রায়। এছাড়াও এই ত্রিনয়নীর অফিসটি শঙ্কর আঢ্যর ভাতৃবধূ তানিয়া আঢ্য ও বাপ্পা রায়ের। কিন্তু বাপ্পা রায়ের সঙ্গে শঙ্করের সম্পর্ক কী, সেটা এখনও জানা যায়নি।

অপর দিকে, মারকুইস স্ট্রিটেও ইডি হানা। ‘আসিফা’ নামে একটি গেস্ট হাউজে তল্লাশি চালাবেন তাঁরা। প্রতিবেদন প্রকাশের সময় এই মহূর্তে গেস্ট হাউজের সামনে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা।

শহরের আরেক প্রান্তে চৌরঙ্গিতে অবস্থিত শঙ্কর আঢ্যর আরও একটি অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি। এসআর আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেডে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। এই কোম্পানির ডিরেক্টর শঙ্কর ও তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্য।

ইডি সূত্রে জানা গিয়েছে যে বাকি আরও ৩ জায়গায় গোয়েন্দারা হানা দেবে। তবে সেগুলি কোনও বাড়ি নয়, অফিস। সল্টলেক সেক্টর ফাইভের আরএস মোড়ে সিটকো গ্লোবাল টাওয়ারের ১২ তলায় সিএএসকেবি চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিসেও ইডি হানা। সেখানে শুরু হয়েছে তল্লাশি। জানা যাচ্ছে, শঙ্কর আঢ্যর সঙ্গে এই চাটার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের যোগ রয়েছে এবং সেই কারণেই নতুন তথ্য পেতেই তল্লাশি চলেছে ইডির।