ED: তৃণমূলের বহিষ্কৃত যুব নেতার সূত্র ধরেই মন্ত্রীর বাড়িতে ইডি

নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুক্রবার সকালেই রাজ্য মন্ত্রীসভার সদস্য চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে ইডি। ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির…

minister chandrnath kanth sinha

নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুক্রবার সকালেই রাজ্য মন্ত্রীসভার সদস্য চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে ইডি। ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির অভিযানে বিষয়টি জানাজানি হতেই বাড়তে শুরু করেছে উদ্বেগ। প্রসঙ্গত বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ইডি। আর তার ঠিক পরেরদিন শুক্রবার সকালে সারা রাজ্য জুড়ে ইডির ম্যারাথন অভিযান।

শুক্রবার সকালবেলা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখন তিনি বাড়িতে ছিলেন না। তাঁর বাড়িতে স্ত্রী এবং ছোট ছেলে ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ইডি হঠাৎ তাঁর বাড়িতে কেন ? কোন প্রসঙ্গে তাঁর নাম জড়িয়েছে ? ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই তাঁর বাড়িতে ইডি।

   

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কুন্তলের বাড়িতে তল্লাশির সময় একটি রেজিস্টার খাতা তদন্তকারী আধিকারিকদের হাতে আসে। সেখানে ১০০ জন চাকরিপ্রার্থীর তালিকা পাওয়া যায়। চন্দ্রনাথের মাধ্যমেই ওই ১০০ জন চাকরিপ্রার্থী কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে মনে করছে ইডি।

তবে শুক্রবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ”আমি জানি না কেন ইডি আধিকারিকেরা আমার বাড়িতে হানা দিল। আমি খবর পেয়ে যাচ্ছি।”