ED :সিএফএসএল কে ফের চিঠি দিয়ে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের রিপোর্ট চেয়ে পাঠাল ইডি

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট চেয়ে সিএফএসএল কে চিঠি দিল ইডি। তদন্তের বিশেষ প্রয়োজনে সিএফএসএল কে জানিয়েছেন ইডির আধিকারিকরা। গত ৪ জানুয়ারি…

sujay krishna vadra

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট চেয়ে সিএফএসএল কে চিঠি দিল ইডি। তদন্তের বিশেষ প্রয়োজনে সিএফএসএল কে জানিয়েছেন ইডির আধিকারিকরা। গত ৪ জানুয়ারি গভীর রাতে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে আজও তার রিপোর্ট সামনে আসেনি।

Advertisements

গত ৩ জানুয়ারি শুনানির পর ইডিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেন বিচারপতি সিনহা। সেই নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এসএসকেএম হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যান ইডির আধিকারিকরা। ঐ রাতে সিএফএসএল এর বিশেষজ্ঞদের দ্বারা সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। তারপর ভোর রাতে সুজয়কৃষ্ণকে এসএসকেএম এ আবারও ফেরত দিয়ে যায় ইডি।

   

সূত্রের খবর, এই ধরণের কণ্ঠস্বরের নমুনা যাচাইয়ের জন্য সিএফএসএল এর বিশেষজ্ঞদের সাধারনত ১ – ৩ মাস সময় লাগে। কিন্তু সেই ঘটনার পর ৩ মাস কাটতে চললেও সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট এখনও হাতে পাননি তদন্তকারীর দল। আগামী ৩ এপ্রিল কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ৩ মাস পূর্ণ হবে। তাই সিএফএসএল দফতরে চিঠি দিয়ে রিপোর্ট চাইল ইডি।