Kolkata Police: অভিষেকের সংস্থায় ফাইল তদন্তে কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ইডির

কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps And Bounds)…

Kolkata Police Files Chargesheet Against Shanta Pal in Major Action

কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps And Bounds) কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড মামলায় ইডির অভিযোগ যে বারবার কলকাতা পুলিশ তাদেরকে ডেকে পাঠাচ্ছে জেনারেল ডায়েরির ভিত্তিতে। ED-র আইনজীবী অভিযোগ করেন, যে ১৬ টি ফাইল যা ডাউনলোড করা হয়েছে তা তদন্তে কোথাও ব্যবহার করা হবে না, এই প্রতিশ্রুতির পরও বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়ে হয়রানি করা হচ্ছে।

Advertisements

ইডি আপিলের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আবেদনপত্র দাখিলের অনুমতি দিয়েছেন এবং আজই রয়েছে শুনানি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে ইডি ম্যারাথন তল্লাশি চালায় কিছুদিন আগে। এরপর ইডির বিরুদ্ধে অভিযোগ ওঠে কম্পিউটারের তথ্য বিকৃতি করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করে সংস্থা। ডাউনলোড করা ফাইলের সঙ্গে সংস্থার কোনও যোগসূত্র না থাকার অভিযোগ তোলা হয়। আরও অভিযোগ করা হয় যে অনুমতি না নিয়েই ইডি ১৬ টি ফাইল ডাউনলোড করেছে। পাশাপাশি সিজার লিস্টে না থাকলেও অভিযোগপত্রের সঙ্গে ফাইল অ্যাটাচের অভিযোগ তোলে লিপস অ্যান্ড বাউন্ডস।

   

এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরে ইডির তরফে জানানো হয় যে এক অফিসার মেয়ের কলেজে ভর্তির তথ্য খতিয়ে দেখার সময় ফাইলগুলি ডাউনলোড হয়েছে ভুলবশত। ফাইলগুলিকে তদন্তের কোনও কাজে ব্যবহার করা হবে না বলে জানানো হয়। এই নিয়ে ইডি-র তরফে কলকাতা পুলিশকে মেল করা হয়।