শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত এক বছর ধরে জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু তার জীবনবিমায় পার্থর স্ত্রী হিসেবে নাম রয়েছে অর্পিতার। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির আইনজীবীর তরফে।
আজ আদালতে ইডির আইনজীবী জানিয়েছে পার্থর জীবনবিমায় স্ত্রী হিসেবে নাম রয়েছে অর্পিতার। সেই অর্পিতা যার ফ্ল্যাট থেকে গত বছর কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল। এবং সরাসরি সংযোগ রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। যদিও ইডির বক্তব্যের বিরোধিতা করেছেন পার্থর আইনজীবী।
রাজের সব জায়গায় নেই বেসরকারি স্কুল। সে ক্ষেত্রে সরকারি স্কুলের উপর ভরসা করে থাকতে হয় সাধারণ মানুষকে। তবে গোটা শিক্ষার পদ্ধতিকে বিনষ্ট করেছে পার্থ চট্টোপাধ্যায়ের মত মানুষেরা। অযোগ্যদের নিয়োগ করা হয়েছে শুধুমাত্র মোটা টাকার বিনিময়। বর্তমানে শিক্ষা ব্যবস্থা কার্যতার ধ্বংস করেছে। এমনই বক্তব্য ইডির।
এক বছর আগে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে মিলেছিল কোটি কোটি টাকা ও সোনার গহনা। তার কিছুদিন পরেই অর্পিতা ও পার্থকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছিল নিয়োগ দুর্নীতিতে তারা ওতপ্রোত ভাবে জড়িত। গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। এবার পার্থ অর্পিতার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগে রীতিমতো শোরগোল পড়েছে।