Sankar Adhya: ২৭০০ কোটি টাকা বিদেশি মুদ্রায় কনভার্ট করেছে শঙ্কর আঢ্য! ফেমায় মামলা ED-র

শঙ্কর আঢ্যের (Sankar Adhya) সংস্থা আঢ্য ফরেক্স-এর বিরুদ্ধে এবার ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এক্ট-এ মামলা করল ইডি।নগদে সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে ২৭০০ কোটি টাকা। সূত্রের…

শঙ্কর আঢ্যের (Sankar Adhya) সংস্থা আঢ্য ফরেক্স-এর বিরুদ্ধে এবার ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এক্ট-এ মামলা করল ইডি।নগদে সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে ২৭০০ কোটি টাকা। সূত্রের দাবি, এই সংস্থার মাধ্যমে নগদ টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে। এই বিপুল টাকার উৎস তৃণমূল নেতা শঙ্কর আঢ্য জানাতে পারে নি বলে খবর।

আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড,যার মূল অফিস হচ্ছে মার্কুইস স্ট্রিটে। এই সংস্থার অ্যাকাউন্টে গত কয়েক বছরে ২৭০০ কোটি টাকা জমা হয়েছে। আর এই বিপুল টাকা বিদেশী মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে। মূলত এই ২৭০০ কোটি টাকা ডলার এবং ইউরোতে কনভার্ট করা হয়েছে। এই টাকার উৎস কী? সেটি কোনভাবেই শঙ্কর আঢ্য বলতে পারেননি। এই কোম্পানির শঙ্করের ভাই মলয় এবং তার মা শিবানী দেবীর নামে নথিভুক্ত। তবে বকলমে শঙ্কর আঢ্য এই কোম্পানি চালান সেটা স্বীকার করেছে সেই কোম্পানিটি কর্মচারীরা।

পাশাপাশি এই বিপুল অংকের টাকা যে বিদেশী মুদ্রায় রূপান্তর করা হয়েছে, সেটা কার নামে রূপান্তর করা হয়েছে, তাদের কোন পাসপোর্ট ডিটেলস কোন কিছুই কোম্পানিতে রেজিস্ট্রেশন করা হয়নি। এখান থেকে খুব স্পষ্টভাবে ইডি আধিকারিকরা দাবি করছেন যে রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা টাকায় এই ভাবেই কনভার্ট করা হয়েছে। সেই কারণে ফেমাতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার গ্রেফতার হয়েছেন বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এই তৃণমূল নেতা। গ্রেফতারের আগে টানা ১৭ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে চলেছিল তল্লাশি। শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত দীর্ঘ সময় ধরে ম্যারাথন তল্লাশি চলে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধানের বাড়িতে। এরপর রাত ১২টা ৩২ মিনিট নাগাদ শঙ্কর আঢ্যকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে বের করে আনেন ইডি আধিকারিকরা।