ED : ম্যারাথন তল্লাশির ‘রেকর্ড’, স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরোল আয়কর আধিকারিকরা

৭১ ঘণ্টা পর সমাপ্তি হল মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর-তল্লাশি।আয়কর দপ্তর দাবি করে কয়েকটি রিয়েল এস্টেট সংস্থার আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে তার নামে। এর…

swaroop biswas

৭১ ঘণ্টা পর সমাপ্তি হল মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর-তল্লাশি।আয়কর দপ্তর দাবি করে কয়েকটি রিয়েল এস্টেট সংস্থার আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে তার নামে। এর পরেই গত বুধবার সকাল ৭টা নাগাদ স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের সাহা কলোনির ফ্ল্যাটে হানা দেন আয়কর আধিকারিকরা। তারপর আবার শনিবার ভোর পৌনে পাঁচটা নাগাদ স্বরূপের বাড়ি থেকে আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে যান ।

এর আগে দীর্ঘতম তল্লাশি অভিযান চলেছিল তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। ৬৫ ঘণ্টা ধরে চলেছিল সেই তল্লাশি। তবে সেই রেকর্ড ভেঙে গিয়েছে স্বরূপের বাড়ির তল্লাশির পর । কারন মন্ত্রীর ভাইয়ের বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা টানা ৬৫ ঘণ্টাকে অতিক্রম করে অতিরিক্ত ৭১ ঘণ্টা কাটালেন। সেই কারনেই স্বরূপ বিস্বাসের বাড়ির অভিযান নয়া নজির গড়েছে এ রাজ্যে।

   

এর পরেই তল্লাশি অভিযান প্রসঙ্গে স্বরূপ নিজে অভিযোগ করছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হানা। এ ছাড়াও তিনি বলেন আধিকারিকরা যে ব্রিফকেস নিয়ে এসেছেলিনে,তা নিয়েই ফিরেছেন। তাঁর বাড়ি থেকে কোনও কিছু বাজেয়াপ্ত করা হয়নি। উল্লেখ্য,স্বরূপের স্ত্রী জুঁই বিশ্বাস কলকাতা পুরসভার কাউন্সিলর। এলাকায় তৃণমূলের সংগঠনের সঙ্গে স্বরূপ জড়িত বলে জানা গিয়েছে।মন্ত্রীর ভাইয়ের এলাকায় বেশ প্রভাবও রয়েছে। এছাড়াও অরূপের ভাই স্বরূপ টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথায় রয়েছেন। এই আবহে তৃণমূল কংগ্রেসের অভিযোগ তোলে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসকে দমাতে না পেরে ভোটের মুখে এজেন্সিকে পথে নামিয়েছে বিজেপি।