পুজোর মুখে বড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) । বুধবার ইডির বিশেষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত মন্ত্রীকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই।ফলে পুজোর ঠিক আগে রাজ্যের শাসকদলের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর কাছে এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।
কিন্তু এখানেই শেষ নয়, আদালত জানিয়েছেন, মন্ত্রীকে আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে। এই মামলায় ইতিমধ্যেই বহুজন গ্রেফতার হয়েছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমলাদের নাম জড়িয়েছে। ইডির অভিযোগ, কয়েক হাজার চাকরিপ্রার্থীকে বেআইনি উপায়ে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে এবং কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এই মামলায় নোটিস পেয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও। তাঁকে ইতিমধ্যেই একাধিকবার তলব করা হয়েছিল ইডির পক্ষ থেকে।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শুরু থেকেই জানিয়েছেন, তিনি নির্দোষ। তাঁর দাবি, শিক্ষা দপ্তরের কোনও প্রশাসনিক বা নিয়োগ সংক্রান্ত ফাইলে তিনি কখনও সই করেননি এবং সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন। তা সত্ত্বেও, তাঁর নাম মামলার তালিকায় ওঠায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। বিরোধীরা বারবার অভিযোগ তুলেছে, শাসকদল দুর্নীতিকে আড়াল করতে চাইছে।
বুধবারের শুনানিতে ইডির পক্ষ থেকে হেফাজতের আর্জি জানানো হলেও আদালত তা মানেনি। বিচারক স্পষ্ট নির্দেশ দেন, আপাতত চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়া হবে না। তবে তদন্তের স্বার্থে তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে। এর ফলে যদিও গ্রেফতারি এড়ালেন মন্ত্রী, কিন্তু তদন্তের চাপ কিছুটা বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
গত কয়েক বছরে শিক্ষক নিয়োগ মামলায় শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীকে ইডির তলবের মুখে পড়তে হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর এই মামলার গুরুত্ব আরও বেড়েছে। তাই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়া হলে তা নিঃসন্দেহে শাসকদলের জন্য বড় ধাক্কা হতো।
চন্দ্রনাথ সিনহা আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেও, বিরোধীরা কিন্তু ছাড় দিতে রাজি নয়। বিজেপির রাজ্য নেতৃত্বের অভিযোগ, মন্ত্রীকে হেফাজতে না নেওয়া হলেও তদন্তের মূল নথি থেকে তাঁর নাম বাদ যাবে না। বিরোধীদের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় যতই প্রভাব খাটানো হোক না কেন, একদিন সত্য প্রকাশ পাবেই।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
