ভুয়ো শিক্ষক চাকরি বিক্রির ‘কিংপিন’ TMC বিধায়ক মানিক: ED

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থারুর দাবি, ২০১১ সাল থেকে ৫৮…

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থারুর দাবি, ২০১১ সাল থেকে ৫৮ হাজারের বেশি নিয়োগ হয়েছে। দুর্নীতির সঙ্গে প্রতিটি ধাপে মানিক ভট্টাচার্য যুক্ত রয়েছেন বলে দাবি করেছে ইডি। 

 মঙ্গলবার তাঁকে ১৪ দিনের হেফাজতে নেওয়া হয়। প্রায় এক দশক ধরে তৃণমূলের জমানায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ সামলেছেন তিনি। এবার নিয়োগ দুর্নীতিতে মানিকের সরাসরি যোগের সন্ধান পেল তদন্তকারী সংস্থা। পলাশীপাড়ার TMC বিধায়ক মানিকের পরিবারের সদস্যরাও এর সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। 

   

গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে মানিকের কম্পিউটার থেকে। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে টাকার বিনিময়ে চাকরি বিলিয়েছেন মানিক। সেই টাকা গেছে প্রভাবশালীদের কাছেও। 

ইদির তরফে প্রশ্ন হল, নিয়োগ দুর্নীতির টাকা মানিক মারফত কার অ্যাকাউণ্টে যেত? সেটা খুঁজে বের করার প্রয়োজন রয়েছে। সেকারণেই মানিকের মুখোমুখি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা। তাঁদের অনুমান, নিয়োগের নাম বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে। সেই বিষয়ে মেসেজের মাধ্যমে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।