Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতির জেরায় অভিষেকের লিপ্স অ্যান্ড বাউন্ডসের ভূমিকা জানতে চায় ইডি

অভিষেককে (Abhishek Banerjee) গ্রেফতার করা যাবে না এমনই মৌখিক রক্ষাকবচ নিয়ে ইডি দফতরে আসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের মৌখিক রক্ষাকবচ পাওয়া তিনি যেমন নিশ্চিন্ত তেমনই স্বস্তিতে…

অভিষেককে (Abhishek Banerjee) গ্রেফতার করা যাবে না এমনই মৌখিক রক্ষাকবচ নিয়ে ইডি দফতরে আসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের মৌখিক রক্ষাকবচ পাওয়া তিনি যেমন নিশ্চিন্ত তেমনই স্বস্তিতে বিদেশ সফরকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে নির্দোষ দাবি করা তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক কেন বারবার রক্ষাকবচের আবেদন করছেন তা নিয়েই প্রশ্ন উঠছে। তবে আইনি প্রক্রিয়ায় তিনি মৌখিক রক্ষাকবচ পেয়েছেন। ইডি সূত্রে খবর, তাঁকে মূলত প্রশ্ন করা হতে পারে ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ নিয়ে। তিনি নিজেই ওই সংস্থাকে ‘আমার কোম্পানি’ হিসাবে দাবি করেছিলেন। সেই কারণে ইডি আধিকারিকরা তাঁর কাছ থেকে সংস্থার বিষয়ে জানতে চা।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে ১৩ সেপ্টেম্বর অর্থাৎ আজই ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। শরদ পাওয়ারের বাড়িতে এই বৈঠক হওয়ার কথা। তৃণমূলের সদস্য হিসেবে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে অভিষেকের। কিন্তু বুধবার সকালে তাকে ইডি দফতরে তলব করা হয়েছে। ইডি দফতরে হাজিরা দেওয়ায় ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না অভিষেক।

   

ইডি জেরার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “আগে দায়বদ্ধতা ও স্বচ্ছতা। মানুষের কাছে নিজের ভাবমূর্তি যথাযথ রাখতে হবে।” তা থেকেই বোঝা গেছিল ইডি দফতরে গিয়ে তিনি প্রশ্নের মুখোমুখি হবেন।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ইডি জেরা করলেও অভিষেককে আপাতত গ্রেফতার করতে পারবে না। প্রাথমিক নিয়োগ মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তার প্রেক্ষিতে আদালতে ইডির আইনজীবী জানিয়ে দেন, অভিষেককে সমন পাঠানো হয়েছে শুধু জিজ্ঞাসাবাদের জন্য। ইডির আইনজীবী জানান, “সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়। কিছু তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই সমন করা হয়েছে।” মঙ্গলবার কলকাতা হাইকোর্ট অভিষেককে জানিয়ে দেয়, নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই তার। কারণ, ইডি এ ব্যাপারে মৌখিক প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।