রেশন দুর্নীতিকাণ্ডে ED-র বড় পদক্ষেপ, গ্রেফতার হেভিওয়েট শাসক নেতা

লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের চরম পদক্ষেপ নিল ইডি ((ED)। রেশন দুর্নীতিকাণ্ডে আবারো একবার হেভিওয়েটদের গ্রেফতার করলেন ইডির আধিকারিকরা। গ্রেফতার করা হল দেগঙ্গার তৃণমূল…

লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের চরম পদক্ষেপ নিল ইডি ((ED)। রেশন দুর্নীতিকাণ্ডে আবারো একবার হেভিওয়েটদের গ্রেফতার করলেন ইডির আধিকারিকরা। গ্রেফতার করা হল দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর ভাই। এরা দুজনেই বাংলার প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত।

বাংলায় বেশ কিছু ঘটনায় দুর্নীতির অভিযোগ উঠেছে, যাকে জিজিরে সরগরম বাংলা। এগুলির মধ্যে অন্যতম হলো রেশন দুর্নীতিকাণ্ড। এই ঘটনায় ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন হেভিয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে এই রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে গত বুধবার দেগঙ্গা, বসিরহাট, নিউটাউন, কলকাতা থেকে শুরু করে নানা জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। বাকিবুর রহমান থেকে শুরু করে ব্যবসায়ী বারিক বিশ্বাস, দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতির বাড়ি ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে হানা দেন আধিকারিকরা। এরপর এই মামলায় আনিসুর রহমান ও তাঁর ভাইকে ইডি দফতরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরার পর রাতেই গ্রেফতার করা হল আনিসুর রহমান ও তাঁর ভাইকে।

   

আনিসুর ও আলিফ রহমানকে স্বাস্থ্য পরিক্ষার জন্য আজ শুক্রবার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ধৃত নুর আলিফ একজন চালকল ব্যবসায়ী। এদিকে আজ সিজিওতে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসকে ডেকে পাঠিয়েছে ইডি। 

এমনকি রেশন দুর্নীতিকাণ্ডে দুবাই যোগের সম্ভাবনাও উঠে এসেছে। বারিক বিশ্বাসের ফ্ল্যাটে দুবাইয়ের কিছু নথিও উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। ইডির এক আধিকারিক জানান, দেগঙ্গা ব্লকের সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নূর ওরফে মুকুল রহমানকে কলকাতার দেগঙ্গা অফিসে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

রহমান রাজ্যের প্রাক্তন বন ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই এই কেলেঙ্কারিতে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া এই কেলেঙ্কারিতে সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী বাকিবুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে।

প্রাক্তন মন্ত্রীর আরেক ঘনিষ্ঠ সহযোগী তথা চালকল মালিক বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে হাজির হতে তলব করেছেন ইডি আধিকারিকরা। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহীতে বিশ্বাসের বাড়ি ও রাইস মিলে তল্লাশি চালিয়ে ২০ লক্ষ টাকা নগদ এবং সম্পত্তিতে বিনিয়োগ সংক্রান্ত কিছু নথি বাজেয়াপ্ত করেছে ইডি।