ED: গ্রেফতারির হ্যাট্রিক করলেন সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজান

জেলে থেকেও আবার গ্রেফতার হলেন শাহজাহান। এবার কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির বেতাজ বাতশা শেখ শাহজান। শনিবার তাঁকে জেলের ভিতরেই জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে…

sheikh shahjahan

জেলে থেকেও আবার গ্রেফতার হলেন শাহজাহান। এবার কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির বেতাজ বাতশা শেখ শাহজান। শনিবার তাঁকে জেলের ভিতরেই জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল ইডি। বসিরহাট আদালতের কাছ থেকে সেই অনুমতি পেয়ে দুপুরেই শাহজাহানকে জেরা করতে গিয়েছিলেন ইডির গোয়েন্দারা। কিন্তু বিকেলে তাঁকে গ্রেফতার করা হয় ইডির তরফে।

রেশন দুর্নীতি ছাড়াও তাঁর বিরুদ্ধে মাছের ভেড়ি সংক্রান্ত দুর্নীতির হদিশ পেয়েছে ইডি। ইডির আইনজীবীর দাবি, শাহজাহানের ৩২ কোটি ৩০ লক্ষ টাকার সম্পত্তিরও হদিশ পাওয়া গিয়েছে কিন্তু সেই সম্পত্তির উৎস জানাতে চাইলে সেই ব্যাপারে সঠিক উত্তর দিতে পারেনি বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত শেখ শাহজান আপাতত জেল হেফাজতে রয়েছেন। ইডি তাঁকে গ্রেপ্তার করলে তাঁকে হেফাজতে নেওয়ার ব্যাপারে কিছু জানা যায়নি। ইডির তরফে জানা গিয়েছে, তাঁকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে তিনবার তিনি গ্রেফতার হলেন।