Rose Valley Scam: বিজেপি সাংসদ ও অভিনেত্রী লকেটের বিরুদ্ধে ইডিতে অভিযোগ

রোজভ্যালি (Rose Valley Scam) নিয়ে বিজেপি সাংসদ ও অভিনেত্রী লকেটের বিরুদ্ধে ইডিতে অভিযোগ। জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ এক আইনজীবী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ…

রোজভ্যালি (Rose Valley Scam) নিয়ে বিজেপি সাংসদ ও অভিনেত্রী লকেটের বিরুদ্ধে ইডিতে অভিযোগ। জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ এক আইনজীবী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইডির কাছে। অভিযোগ, রোজভ্যালি আর্থিক দুর্নীতিতে সাংসদ জড়িত সাংসদ লকেট চট্টোপাধ্যায়। টলিউডের অভিনেত্রী ও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ঠিক কত টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছে বিজেপি।

লকেটের বিরুদ্ধে রোজভ্যালি দুর্নীতির অভিযোগ এমন সময় এলো যখন তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে বিপুল টাকার ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে রাজ্য সরগরম। নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, অনেক প্রমাণ আছে।

   

রোজভ্যালি আর্থিক দুর্নীতির তদন্ত চলছে। এ নিয়ে রাজনৈতিক বিতর্ক প্রবল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রোজভ্যালির দুর্নীতিতে বিজেপির একাংশ নেতা জড়িত। বিধানসভা ভোটের আগে হুগলিতে জনসভা থেকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্নীতির সঙ্গে জড়িয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, লকেট তো রোজভ্যালির গলার লকেট। সব জানি। ওদের বিরুদ্ধে কিছু হয় না। ও তো রোজভ্যালির গলার লকেট হয়ে ঘুরে বেড়ায়। এরা এমপি হবে, এমএলএ হবে, কাউন্সিলর হবে, গ্রামসভা হবে, ভাত খাবে, মাছ খাবে, মাংস খাবে, দুধ–ভাত খাবে, দই খাবে, বিরিয়ানি খাবে, তরকা খাবে। আর অন্য মানুষ কেউ কিছু খাবে না। কেন বিজেপি? তোমার যদি এতই ভালো পার্টি হয়, লোকাল প্রার্থী খুঁজে পেলে না।