সিনেমা মুক্তির দিনই ফের ঋতুপর্ণাকে ফের তলব করল ED

আজ ৭ জুন শুক্রবার মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তর দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘অযোগ্য’। আর আজই কিনা ইডি (ED)-র তরফে দ্বিতীয় নোটিশ পাঠানো হল…

সিনেমা মুক্তির দিনই ফের ঋতুপর্ণাকে ফের তলব করল ED

আজ ৭ জুন শুক্রবার মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তর দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘অযোগ্য’। আর আজই কিনা ইডি (ED)-র তরফে দ্বিতীয় নোটিশ পাঠানো হল ঋতুপর্ণাকে। রেশন দুর্নীতি মামলায় এবার অভিনেত্রীকে দ্বিতীয় নোটিশ ধরালো ইডি।

জানা গিয়েছে, আগামী ১৯ জুন অভিনেত্রিকে ইডি দফতরের হাজিরার নির্দেশ। অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে চায় ইডি। এর আগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও ঋতুপর্ণা জানিয়েছিলেন, ‘বিদেশের আছেন বলে এখনই যেতে পারবেন না। ৬ জুনের পর হাজিরার জন্য সময় দেওয়া হোক।’

এদিকে ইডির সন্দেহ অনুযায়ী, রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে ঋতুপর্ণার (Rituparna Sengupta) অ্যাকাউন্টে গিয়েছে। গত বুধবার তাঁকে রেশন দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু, ইডি-র সেই ডাকে সাড়া দেননি ঋতু। বাংলার সিনেমার একসময়ের ব্যস্ততম নায়িকা বিদেশে থাকার সুবাদে হাজিরা এড়িয়ে যান হাজিরা। তবে এবারে তিনি ইডি দফতরে হাজিরা দেন কিনা এখন সেটাই দেখার।

Advertisements

ইডির দাবি অনুযায়ী, রেশন দুর্নীতির (Ration Scam) টাকা নাকি গিয়েছে অভিনেত্রীর সংস্থা। এই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এমনিতে গত বছর পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি।

রেশন বণ্টন ব্যবস্থায় অনিয়মের অভিযোগের তদন্তকারী ইডির কাছে তথ্য রয়েছে যে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের বাংলা, মুম্বই এমনকি দুবাইতেও প্রায় ১০০ কোটি টাকার বিশাল ব্যবসা রয়েছে। সূত্রের খবর, রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী থাকাকালীন মল্লিকের সঙ্গে বাকিবুরের সম্পর্ক ছিল।