হাওড়া থেকে ছাড়বে আরও একটি বিশেষ ট্রেন, পোয়া বারো হবে রেল যাত্রীদের

রেল যাত্রীদের জন্য ফের সুখবর শোনালো পূর্ব রেল। আপনিও কি রেল যাত্রী? তাহলে আপনার জন্য রইল আজকের এই লেখাটি। এমনিতে সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় রেল…

train

রেল যাত্রীদের জন্য ফের সুখবর শোনালো পূর্ব রেল। আপনিও কি রেল যাত্রী? তাহলে আপনার জন্য রইল আজকের এই লেখাটি। এমনিতে সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় রেল ব্যাপক আপগ্রেড হয়ে যাচ্ছে। যাত্রী সাধারণের কথা ভাবনাচিন্তা করে রেলও নিত্য নতুন কাজ করে চলেছে রেল। এবারও তার ব্যতিক্রম ঘটল না। কিন্তু হাওড়া (Howrah) ডিভিশনের যাত্রীদের জন্য এবার সুখবর আনল রেল।

আপনিও কি হাওড়া ডিভিশনের যাত্রী? তাহলে জানিয়ে রাখি, এবার আরও একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন। পূর্ব রেলের তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, শ্রাবণী মেলা উপলক্ষ্যে হাওড়া-তারকেশ্বর লাইনে আরও একটা অতিরিক্ত ট্রেন চালানো হবে।

   

এমনিতে শ্রাবণী মেলা উপলক্ষ্যে ৭টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে এর সঙ্গে আরও একটা EMU ট্রেন যোগ হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২২, ২৯ জুলাই, ৫, ১২, ১৯ আগস্ট তারকেশ্বর থেকে হাওড়া এবং হাওড়া থেকে তারকেশ্বর যাবে লোকাল ট্রেন।

এবার নিশ্চয়ই ভাবছেন কখন কখন এই ট্রেন ছাড়বে? তাহলে জানিয়ে রাখি, তারকেশ্বর থেকে সকাল ১১:৩৫ মিনিট নাগাদ একটি ট্রেন ছাড়বে, সেটি হাওড়া ঢুকবে দুপুর ১৩:০৫ মিনিট নাগাদ। এরপর হাওড়া থেকে তারকেশ্বরের দিকে একটি ট্রেন ১৩:২০ মিনিট নাগাদ ছাড়বে। এরপর সেটি তারকেশ্বরে ঢুকবে ১৪:৫০ মিনিট নাগাদ।