রেল যাত্রীদের জন্য সুখবর, এবার শিয়ালহ থেকে ছাড়বে বিশেষ ট্রেন

রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। আরও একটা বিশেষ ট্রেন দিয়ে সকলকে চমকে দিল পূর্ব রেল। আর এই ট্রেন ছাড়বে শিয়ালদহ (Sealdah) থেকে। ট্রেনে থাকবে…

রেল যাত্রীদের জন্য সুখবর, এবার শিয়ালহ থেকে ছাড়বে বিশেষ ট্রেন

রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। আরও একটা বিশেষ ট্রেন দিয়ে সকলকে চমকে দিল পূর্ব রেল। আর এই ট্রেন ছাড়বে শিয়ালদহ (Sealdah) থেকে। ট্রেনে থাকবে অতিরিক্ত ৫৭০০ বার্থ। ভ্রমণের সময়ে যাতে রেল যাত্রীদের কোনওরকম অসুবিধা না হয় তার জন্য পূর্ব রেলের তরফে শিয়ালদহ থেকে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই বিশেষ ট্রেনটি কোন রুটে ছুটবে? তাহলে জানিয়ে রাখি, শ্রাবণী মেলা উপলক্ষে শিয়ালহ থেকে বারাণসী অবধি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এই ট্রেনটি সাপ্তাহিক। শুধুমাত্র শনিবার চলবে। এই পরিসেবা মিলবে আগাম ২৭ জুলাই থেকে ১৭ আগস্ট অবধি।

রেল যাত্রীদের জন্য সুখবর, এবার শিয়ালহ থেকে ছাড়বে বিশেষ ট্রেন

ট্রেন নম্বর ০৩১১৩ শিয়ালদহ থেকে রাত ১১:৫৫ নাগাদ ছাড়বে। এরপর সেটি পরের দিন বিকেল ৪টে নাগাদ বারাণসী পৌঁছাবে। মোট ৪টি ট্রিপ মারবে ট্রেনটি। এরপর সেটি ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১১৪ বারাণসী থেকে সকাল ৫টা নাগাদ ছাড়বে। এরপর সেটি পরের দিন সকাল ১০:২০ মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে।

Advertisements

যাত্রাপথে এই ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডিহ, ঝাঝা, কিউল, মোকামা, পাটনা, দানাপুর, পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় এবং বারাণসী। ফিরতি পথেও একই রুট থাকবে।

পূর্ব রেল জানাচ্ছে, এই ট্রেনে জেনারেল, স্লিপার এবং এসি কামরা থাকবে। আরও বিশদে জানতে আপনি www.enquiry.indianrail.gov.in -এ চোখ রাখতে পারেন। এছাড়া টিকিট কাটার জন্য রেলের অ্যাপ www.irctc.co.in -এ যেতে পারেন। ফলে আর দেরি না করে আজই কেটে ফেলুন বারাণসীর টিকিট।