পুজোয় পাহাড় যাওয়া আরও সহজ, হাওড়া থেকে চলবে বিশেষ ট্রেন

আর মাত্র কয়েকদিন পরেই রয়েছে দুর্গাপুজো। ইতিমধ্যে কাউন্টডাউনও শুরু করে দিয়েছেন সকলে। আর পুজো মানেই তো বাঙালির কেনাকাটা, খাওয়া দাওয়া সহ বিস্তর প্ল্যান তো থাকবেই…

আর মাত্র কয়েকদিন পরেই রয়েছে দুর্গাপুজো। ইতিমধ্যে কাউন্টডাউনও শুরু করে দিয়েছেন সকলে। আর পুজো মানেই তো বাঙালির কেনাকাটা, খাওয়া দাওয়া সহ বিস্তর প্ল্যান তো থাকবেই । সেইসঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান হবে তা তো হতেই পারে না। দুর্গাপুজোর সময় এমন বহু মানুষ রয়েছেন যারা কিনা কোথাও ঘুরতে চলে যান। কেউ কেউ আছেন যারা পাহাড়ে যান তো আবার কেউ কেউ আছেন সমুদ্রে যান। তবে পুজোর সময়ে যদি আপনারও পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে আপনার জন্য রইল সুখবর। এবার হাওড়া থেকে চলবে বিশেষ ট্রেন (Durga Puja Special Trains)।

রেল এমন এক সিদ্ধান্ত নিয়েছে যারপরে দুর্গাপুজোর সময়ে আপনার পাহাড়ে ঘুরতে যাওয়ার পথ আরও সহজ হতে চলেছে বলে মনে হচ্ছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, চলতি বছরের দুর্গাপুজোয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া অবধি বিশেষ ট্রেন চলবে। এদিকে এহেন খবরে স্বাভাবিকভাবেই মন খুশিতে ভরে গিয়েছে রেল যাত্রীদের। তবে আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কবে এবং কখন ছাড়বে ট্রেনগুলি?

   

 

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামি ৯,১৬, ৩০ অক্টোবর এবং ৬ নভেম্বর প্রতি বুধবার হাওড়া থেকে ছাড়বে। এছাড়া ১০, ১৭, ৩১ অক্টোবর এবং ৭ নভেম্বর অর্থাৎ প্রতি বৃহস্পতিবার ট্রেনটি এনজেপি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। দুটি ট্রেনই মোট ৪-৪টি ট্রিপ মারবে। ট্রেন নম্বর ০৩০২৭ হাওড়া থেকে রাত ২৩:৫৫ মিনিটে স্পেশাল ট্রেনটি এনজেপির উদ্দেশ্যে রওনা দেবে। এটি পরের দিন সকাল ১০:৪৫ নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছাবে।

এরপর এই ট্রেনটি ফিরতি পথে ০৩০২৮ হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দুপুর ১২:৪৫ মিনিট নাগাদ ছাড়বে। এরপর সেটি পরের দিন রাত ০০:১০ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে ঢুকবে। যাত্রাপথে এই ট্রেনটি কভার করবে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, মালদা টাউন। ট্রেনগুলিতে মোট ৯৩৬০টি বার্থ দেওয়া হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

এই ট্রেনটিতে সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার কন্ডিশনযুক্ত কামরা দেওয়া থাকবে যাতে যাত্রীদের ভ্রমণ করতে কোনও অসুবিধা না হয়।