দুর্গাপুজোয় যাত্রীদের সুবিধায় পূর্ব রেলের বিশেষ পরিকল্পনা

কলকাতা: দুর্গাপুজো মানেই কলকাতা জুড়ে জনজোয়ার, প্যান্ডেল হপিং, আর অগণিত যাত্রীদের ভিড়। প্রতি বছরের মতো এবারও সেই ভিড় সামলাতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পূর্ব রেল…

https://kolkata24x7.in/wp-content/uploads/2025/03/Sealdah.jpg

কলকাতা: দুর্গাপুজো মানেই কলকাতা জুড়ে জনজোয়ার, প্যান্ডেল হপিং, আর অগণিত যাত্রীদের ভিড়। প্রতি বছরের মতো এবারও সেই ভিড় সামলাতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পূর্ব রেল (Eastern Railway)। যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ ব্যবস্থা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, পঞ্চমী অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে নতুন নিরাপত্তা ও যাত্রীসেবার পরিকল্পনা।

সবচেয়ে বড় জোর দেওয়া হচ্ছে নিরাপত্তার দিকে। হাওড়া ও শিয়ালদহ শাখার সবচেয়ে ব্যস্ত স্টেশনগুলিতে বাড়ানো হচ্ছে আরপিএফ (RPF)-এর টহলদারি। মোট ২০০টি বড় পুজোমণ্ডপকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়।

   

প্রায় ৫০০ জন মহিলা আরপিএফ মোতায়েন করা হবে, যাতে মহিলা যাত্রীরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারেন। এছাড়া, ভিড়ের মাঝে অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে। পুরো স্টেশন এলাকা জুড়ে থাকবে ৬,৫০০-রও বেশি সিসিটিভি ক্যামেরা, যেগুলি ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছে আরও বেশ কিছু নতুন ব্যবস্থা। শিয়ালদহ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে উদ্বোধন হয়েছে নতুন প্রবেশদ্বার ‘প্রফুল্ল দ্বার’। এর ফলে যাত্রীরা আরও দ্রুত ও সহজে প্রবেশ করতে পারবেন এবং মূল গেট ও প্রধান প্ল্যাটফর্মে চাপ অনেকটাই কমবে। একই সঙ্গে শিয়ালদহ, দমদম এবং কাঁচরাপাড়া স্টেশনে খোলা হচ্ছে নতুন বুকিং কাউন্টার।

মোট ৯টি নতুন কাউন্টারের মধ্যে ৭টি সাধারণ যাত্রীদের জন্য, ১টি মহিলাদের জন্য এবং ১টি বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। পাশাপাশি, যাত্রীদের সুবিধার জন্য বসানো হচ্ছে ৩টি নতুন এটিভিএম (Automatic Ticket Vending Machine), যার মাধ্যমে সহজে টিকিট কাটা যাবে।

Advertisements

টিকিটিং ব্যবস্থায় আসছে প্রযুক্তিগত উন্নতি। চালু হচ্ছে কিউআর কোড টিকিটিং সিস্টেম, যা যাত্রীদের লাইনে দাঁড়ানোর ঝামেলা কমাবে এবং দ্রুত টিকিট পাওয়া যাবে। এছাড়া, রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে অনুরোধ করেছে যে গন্তব্য পর্যন্ত সঠিক ভাড়া দিয়ে টিকিট কাটুন এবং অপ্রয়োজনীয় ভিড় তৈরি করবেন না।

রেল অবকাঠামোতেও আনা হয়েছে পরিবর্তন। নতুনভাবে বসানো হচ্ছে ট্রেন নির্দেশক বোর্ড, জিপিএস ঘড়ি এবং উন্নত পাবলিক অ্যাড্রেস সিস্টেম। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে র‍্যাম্প, যাতে তাদের চলাচল আরও সহজ হয়। স্টেশনের আলোকসজ্জা উন্নত করা হয়েছে যাতে রাতে যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়।

দমদম স্টেশনে নতুন বুকিং অফিস চালু হয়েছে, যেখানে তিনটি নতুন কাউন্টার থাকবে — এর মধ্যে একটি বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য। অন্যদিকে, কাঁচরাপাড়া স্টেশনে চালু হয়েছে আধুনিক ইউরিনাল কমপ্লেক্স। যাত্রীদের নিরাপত্তার জন্য থাকবে রেল সুরক্ষা বাহিনীর নিয়মিত টহল ও নজরদারি। চুরি–ছিনতাই প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

প্রতিবছরের মতো এবারও পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলকাতা মেট্রো রাতভর চলবে, যাতে প্যান্ডেল হপিংয়ে কোনও অসুবিধা না হয়। শহরের বাড়তি যাত্রী চাপ সামলাতে পূর্ব রেল ও মেট্রোর এই যুগ্ম উদ্যোগ যাত্রীদের জন্য দুর্গাপুজোর সময় যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করে তুলবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News