Rainfall: বাংলার ১৬ জেলায় ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্ট জারি

লক্ষ্মীবারে নতুন করে স্বস্তির বৃষ্টিতে (Rainfall) ভিজল কলকাতা সহ বাংলার একের পর এক জেলা। আর এই বৃষ্টির সঙ্গে দোসর হয়েছে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। তবে…

লক্ষ্মীবারে নতুন করে স্বস্তির বৃষ্টিতে (Rainfall) ভিজল কলকাতা সহ বাংলার একের পর এক জেলা। আর এই বৃষ্টির সঙ্গে দোসর হয়েছে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। তবে এখনই রেহাই মিলবে না কিন্তু। এবার কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল শুক্রবার অবধি কমলা সতর্কতা জারি করা হল। এই নিয়ে হাতে গরম বুলেটিন অবধি জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

short-samachar

   

প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ। আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মালদহ, উত্তর দিনাজপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা।

আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা এবং মুর্শিদাবাদে। ৭ থেকে ১১ সেন্টিমিটার অব্ধি বৃষ্টি হওয়ার ভ্রুকুটি রয়েছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে, এদিন দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।