দামাল গভীর নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টির প্রবল দুর্যোগ চলছে বাংলায়। উত্তাল হয়ে উঠেছে সাগর। দফায় দফায় কোথাও ভারী বৃষ্টি (Heavy Rainfall) তো আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বরও নিম্নচাপের প্রভাবে বাংলাজুড়ে ব্যাপক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির পূর্বাভাস জারি করা হল মৌসম ভবনের তরফে।
যদিও আপাতত বাংলার আকাশে আপাতত ভয়াবহ পরিস্থিতির কোনও পূর্বাভাস নেই। কারণে পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কাটতে চলেছে। যদিও বৃষ্টি অব্যাহত থাকবে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনার দুই জেলা হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বহু জেলায়। উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়েছে। যদিও এট ধীরে ধীরে বাংলা থেকে দূরে সরে যাচ্ছে বলে খবর। এদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলী, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায়। তবে দুই ২৪ পরগনায় আজ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ বৃষ্টি হবে না। তবে এদিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে মালদা, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায়। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) উপকূলীয় অন্ধ্র প্রদেশ, ওড়িশা এবং তেলেঙ্গানার কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
এদিকে ভারী বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কখনো কখনো ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে।
Weather Warnings for West Bengal dated 11-09-2024 pic.twitter.com/alonJCwNWF
— IMD Kolkata (@ImdKolkata) September 11, 2024