গভীর নিম্নচাপের জের, ২১ জুলাই ঝড়-জলে ভিজবে কলকাতা সহ বহু জেলা

আবহাওয়াবিদদের আশঙ্কাই যেন অত্যি হল। ওড়িশার কাছে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হল। আর এই গভীর নিম্নচাপ অতিক্রম করল ওড়িশার উপকূলভাগ। আজ রবিবার ২১শে জুলাই…

আবহাওয়াবিদদের আশঙ্কাই যেন অত্যি হল। ওড়িশার কাছে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হল। আর এই গভীর নিম্নচাপ অতিক্রম করল ওড়িশার উপকূলভাগ। আজ রবিবার ২১শে জুলাই একদিকে যখন তৃণমূলের শহীদ দিবস ঘিরে তপ্ত হয়ে রয়েছে বাংলা, সেখানে এই বৃষ্টি কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। কারণ এদিন কলকাতা সহ সিংহভাগ জেলাতেই ঝড়-বৃষ্টি (Heavy Rainfall) হবে।

জানা গিয়েছে, উপকূলে কোনারকের কাজ দিয়ে অতিক্রম করল গভীর নিম্নচাপ (Deep Depression) যা আগামী ২৪ ঘণ্টায় আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ মধ্য ভারতের দিকে সরে যাবে এবং দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে খবর। এদিকে এই নিম্নচাপের দাপটে ওড়িশা তো রয়েইছেই, এর পাশাপাশি বাংলার একের পর এক জেলা প্রবল বৃষ্টিতে (Heavy Rainfall) ভাসবে।

   

Image

আলিপুর আবহাওয়া দফতরের মতে, এই গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২ থেকে ৪ দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ দক্ষিণবঙ্গের ৯ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ যে যে জেলাগুলিতে ঝড়-জল হবে সেগুলি হল কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া।

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া আজ কেমন থাকবে সেই প্রসঙ্গে। আলিপুরের তরফে জারি করা বুলেটিন অনুসারে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এছাড় বাকি জেলা দার্জিলিং, কোচবিহার এবং মালদার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলির উদ্দেশ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, এই গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকা সম্ভাবনা আছে। ইতিমধ্যে তা বুলেটিন জারি করে জানিয়েও দেখা হয়েছে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।