ঘূর্ণাবর্তের ভয়ঙ্কর বৃষ্টিতে জলে ভাসছে তিলোত্তমা

নিউজ ডেস্ক, কলকাতা: রবিবার সারা দিন বৃষ্টি হয়নি। তা যেন পুষিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল আকাশের। মাঝ রাত থেকে টানা বৃষ্টিতে ভাসছে মহানগর ও তার পার্শ্ববর্তী…

kolkata

নিউজ ডেস্ক, কলকাতা: রবিবার সারা দিন বৃষ্টি হয়নি। তা যেন পুষিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল আকাশের। মাঝ রাত থেকে টানা বৃষ্টিতে ভাসছে মহানগর ও তার পার্শ্ববর্তী অঞ্চল।

সোমবার বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু তা যে এতটা হবে তা বোঝা যায়নি। বৃষ্টির সম্ভাবনা বেশি ছিল দক্ষিণ ২৪ পরগণা জেলায়। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই ছিল পূর্বাভাস। একেই বলে আবহাওয়া। কখন মুহূর্তে রূপ বদলে নেবে বলা যায় না। ঠিক সেটাই হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, “উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে একটি বিশাল ঘূর্ণাবর্ত। তা প্রচুর আর্দ্র বাতাসকে টেনে আনছে। যার ফলে কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া , হুগলী, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি এখন চলবে।” দিনভর কখনও ধীরে কখনও জোরে ধারাপাত চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আজ সোমবার সকাল পর্যন্ত বৃষ্টির পরিমান ১১৭.২ মিলিমিটার।

টানা বৃষ্টিতে কম রয়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৯ শতাংশ, সর্বনিম্ন ৭১। এই অঙ্কই স্পষ্ট করছে কি পরিমানে জ্বলীয় বাষ্প দক্ষিণ বঙ্গে প্রবেশ করছে।

স্বাভাবিক ভাবেই টানা বৃষ্টিতে পূর্বের সল্টলেক থেকে মধ্য কলকাতা সেন্ট্রাল অঞ্চল জলে ভাসছে। টইটুম্বুর অবস্থা দক্ষিণ কলকাতা, বেহালার বহু অঞ্চল। ততোধিক খারাপ পরিস্থিতি হাওড়া শহরাঞ্চলের। রাস্তা তো অনেকদিনই ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। তার উপর নাগাড়ে বৃষ্টি। জলাকীর্ন পঞ্চাননতলা রোড, শিবপুর, বেলগাছিয়া, শানপুর , সালকিয়া, দাসনগর, বালিটিকুরী, টিকিয়াপাড়ার একাধিক অঞ্চল।

একেই ড্রেনেজ খারাপ, এর সঙ্গে উপর্যুপরি বৃষ্টি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। খারাপ অবস্থা গ্রামাঞ্চলেও। জানা গিয়েছে ফের জল ঢুকছে আমতা , বাগনান, শ্যামপুরের বহু এলাকায়।