ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে ঘূর্ণিঝড় ‘অশনি’। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে দেশের একাধিক রাজ্যে বৃষ্টি নেমেছে। সেইসঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি নামে শহরে।
এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় অশনি নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতে ১৫ মে পর্যন্ত মাঝারি বৃষ্টি হবে। যদিও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার বলে খবর।
এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরের ওপর বর্তমানে সক্রিয় ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে ১৫ মে পর্যন্ত কেরালার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ইদুক্কি, কোট্টায়াম, এর্নাকুলাম এবং মালাপ্পুরম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার আলাপ্পুঝা, এর্নাকুলাম এবং ইদুক্কিতে একই ধরনের সতর্কতা জারি করা হবে। কোল্লাম, পাথানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম ও ইদুক্কিতে শনিবার এবং তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম এবং ইদুক্কিতে রবিবার অবধি বৃষ্টি হবে।