সৌরভ পত্নী ডোনার (dona ganguly) নাচ দু চোখ ভরে দেখবেন অমিত শাহ। ঘরোয়া দ্বন্দ্বে জীর্ণ অবস্থা বঙ্গ বিজেপির। এর মধ্যেই তিন দিনের বঙ্গ সফরে উপস্থিত হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরেই নাচ দেখবেন তিনি।
বুধবার রাতেই কলকাতায় উপস্থিত হবেন অমিত শাহ। থাকবেন রাজারহাটের একটি হোটেলে। এরপর টানা দুই দিন ধরে সরকারী এবং দলীয় ঠাসা কর্মসূচি অমিত শাহর। বুধবার রাতে কলকাতায় পৌছাবেন তিনি। রাতেই হাল হকিকত জানতে কথা বলবেন দলীয় নেতৃত্বদের সঙ্গে।
বৃহস্পতিবার সকালে প্রথমে যাবেন হিঙ্গলগঞ্জে। সেখান থেকে যাবেন কল্যাণী। এরপর হরিদাসপুরের বিএসএফ ক্যাম্পে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করার কথা রয়েছে। সেনা জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরে কলকাতা বিমানবন্দরে যাবেন। সেখান থেকে রওনা দেবেন শিলিগুড়ির পথে। সেখানে জনসভা রয়েছে প্রাক্তন সভাপতির।
শুক্রবার সকালে কোচবিহারের তিনবিঘার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফের অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। ওই দিনই আবার কলকাতায় ফিরবেন। এরপর টানা দুই দফায় দলীয় বৈঠক সারবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকার কথা সমস্ত রাজ্য নেতৃত্ব সহ বিধায়ক, সাংসদ এবং পুরসভায় জয়ী প্রার্থীদের।
শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়ার একটি সাংস্কৃতিক অনুষ্টানে হাজির থাকার কথা অমিত শাহের। ওই অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানেই রাতের আহার সারবেন। দেখা করবেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে। সেখানেই নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়।