ছুটি নিয়ে বিবাদ, সহকর্মীদের উপর ছুরির আঘাত

দিনেদুপুরে রক্তাক্ত ছুরি নিয়ে (Crime) রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক নিউ টাউনের সরকারি কারিগরি ভবন এলাকায়। ছুটি নিয়ে বিবাদ…

Dispute Over Leave, Colleagues Attacked with Knife by Government Employee

দিনেদুপুরে রক্তাক্ত ছুরি নিয়ে (Crime) রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক নিউ টাউনের সরকারি কারিগরি ভবন এলাকায়। ছুটি নিয়ে বিবাদ হওয়ায় সহকর্মীদের উপর একের পর এক ছুরির আঘাত (Crime) করেছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘাতক ব্যক্তিকে বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। 

জানা গিয়েছে, হামলাকারী কারিগরি ভবনেরই কর্মী। এ দিন বেলা ১২টা নাগাদ নিউ টাউনের কারিগরি ভবনের ভেতরে ছুটি নিয়ে বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে তার বচসা হয়েছিল। এরপরেই তিনি তিন সহকর্মীর উপর ছুরি নিয়ে হামলা চালান। ওই অবস্থাতেই তিনি রাস্তায় বেরিয়ে আসেন। 

   

দৃশ্যটি নজরে আসে ট্রাফিক পুলিশের। তাকে অস্ত্র ফেলে দেওয়ার কথা বলেন ট্রাফিক পুলিশের ওই কর্মী। বারবার অনুরোধ করার পর ছুরি ফেলে দেন ওই ব্যক্তি। এরপর তাকে আটক করা হয়।

আহত ৩ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। অমিতের কাণ্ডে রীতিমতো থ তার সহকর্মীরা। এ দিন ছুরি নিয়ে হাঁটতে হাঁটতে অমিত বলেন, ‘আমার মাথা ঠান্ডাই ছিল। তারপর বাবাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করল।’ ইতিমধ্যেই তার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।