আরজি করে (RG Kar Protest) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পরে বিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদের ঝড় তুলেছে সাধারণ মানুষ। জুনিয়র ডাক্তাররা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তার দাবির পাশাপাশি এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। তবে গত শনিবার জরুরি পরিষেবায় কাজে ফিরেছেন তাঁরা।
এমনকি বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় ‘অভয়া ক্লিনিক’-এর সাহায্যে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তাঁরা। তবে কাজে ফিরলেও জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। এবার সেই কটাক্ষের পাল্টা জবাব দিল জুনিয়র চিকিৎসকরা। ঠিক কী বলেছেন বিজেপি নেতা?
চিকিৎসকদের যে আন্দোলন নাগরিক আন্দোলনে পরিণত হয়েছিল সেই আন্দোলনকে ‘নাটক’ তকমা দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, “এত নাটক করে কী লাভ হল? যাঁরা বদলি হলেন, তাঁরা প্রোমোশন পেলেন। মোমবাতি জ্বেলে, তালি দিয়ে কী লাভ হল? কেন মানুষ দেড় মাস কষ্ট করলেন? হাসপাতালের যে অব্যবস্থা, তার কী কোনও পরিবর্তন হল? এই প্রশ্ন মানুষের মুখে ঘুরছে।”
আরজি কর কাণ্ডে আন্দোলন প্রসঙ্গে বিজেপি নেতা এসমস্ত কথাই বলেছেন মঙ্গলবার পূর্ব বর্ধমানে এক কর্মসূচিতে গিয়ে। আর মঙ্গলবার দিলীপ ঘোষের এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা গেল জুনিয়র চিকিৎসকদের। নাম না করে দিলীপ ঘোষকে তাঁদের প্রশ্ন, রাজনীতিক হওয়ার ক্ষমতাবলে বিজেপি নেতা কী পদক্ষেপ করেছেন নির্যাতিতার বিচারের জন্য?
এ প্রসঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অন্যতম প্রতিনিধি কিঞ্জল নন্দ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “যেটুকু হয়েছে, তা এই আন্দোলনের জন্যই হয়েছে। মানুষের আন্দোলনকে নাটক বলা হলে সাধারণ মানুষকেই অপমান করা হয়। তাঁদের (রাজনীতিকদের) হাতেও তো অনেক ক্ষমতা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাঁরা কী করেছেন? আমরা ছাত্রেরা আন্দোলন করেছি বিচারের জন্য। যতক্ষণ বিচার না পাব, আমাদের আন্দোলন চলতে থাকবে।
সুপ্রিম কোর্টের শুনানি এত কেন পিছনে, সেই বিষয়ে তাঁর কী বক্তব্য? সেটা তিনি বলুন।” প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে লাগাতার কর্মবিরতি চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমে আন্দোলন চালিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এমনকি তাঁদের সেই আন্দোলনে যোগ দিতে রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ। এবার সেই আন্দোলনকেই ‘নাটক’ বলে কটাক্ষ করতে দেখা গেল দিলীপ ঘোষকে।