Bjp:প্রথম বলেই ছক্কা মারতে প্রস্তুত, বর্ধমান দুর্গাপুর থেকে বললেন দিলীপ ঘোষ

সকাল ১২টা নাগাদ দুর্গাপুর পৌঁছানোর পরেই দলীয় কর্মীদের মধ্যে দেখা দেয় ব্যাপক উন্মাদনা। একদিন নতুন জায়গায়। দলের প্রথম প্রার্থী তালিকায় নাম না থাকায় জল্পনা শুরু…

সকাল ১২টা নাগাদ দুর্গাপুর পৌঁছানোর পরেই দলীয় কর্মীদের মধ্যে দেখা দেয় ব্যাপক উন্মাদনা। একদিন নতুন জায়গায়। দলের প্রথম প্রার্থী তালিকায় নাম না থাকায় জল্পনা শুরু হয়েছে। এবার কী তাঁর নান কাটা যেতে পারে। কারণ, তিনি বিভিন্ন সময় রাজ্য নেতৃত্বের সমালোচনা করেছেন। তার পর একটা সময় হাওয়া ওঠে কেন্দ্র বদল করা হতে পারে দিলীপ ঘোষের। কিন্তু তিনি এ সব নিয়ে খুব একটা বিচলিত ছিলেন না। তবে ঠারেঠোর তিনি জানিয়েছেন, তিনি মেদিনীপুর থেকে দাঁড়াতে চেয়েছিলেন। তবে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, যেখানে দল লড়তে বলবে সেখানেই তিনি দাঁড়াবেন। দ্বিতীয় প্রার্থী তালিকায় তার নাম থাকলেও তাঁকে দাঁড় করানো হয়েছে বর্ধমান-দুর্গাপুর থেকে।

তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রসঙ্গে গতকালই তিনি বলেছিলেন, ‘উনি যে ক্রিকেটার ছিলেন সেটা কজন মনে রেখেছে।’ এদিন তাঁর জয়ের প্রসঙ্গে ক্রিকেটের শব্দেই জবাব দিয়ে বলেন, ‘বর্ধমানের পিচ আমার। আমিই ব্যাটসম্যান। প্রথম বলে ছক্কা আমিই মারবো।’ তিনি আরও বলেন, ‘বর্ধমানের মাঠঘাট সবই চেনা। এখানকার মানুষ আমায় ভালবাসে সুতরাং বর্ধমান দুর্গাপুর লোকসভা বিজেপির হাতে মুঠোয়।’ এদিন শক্তিগড় থেকে বাইক মিছিল করে বিজেপি জেলা কার্যালয়ে তিনি। সেখানে তাঁকে সংবর্ধনা জানানো হয়।