রামায়ণ ছাড়া রাম শিবির অচল। খড়্গপুরে প্রকাশ্যে প্রবীণ সিপিআইএম নেতাকে মারধরেন ঘটনায় রামভক্ত নেতা তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রামায়ণের ছলনাময়ী চরিত্র সুর্পনখার সঙ্গে তৃণমূলের মহিলা বাহিনীর তুলনা করেছেন। উল্লেখ্য প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের খাস এলাকা খড়্গপুর।
খড়্গপুরের সিপিআইএম নেতা অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর করা হয়। তার গায়ে রং ঢেলে, জুতো দিয়ে মারার দৃশ্য ভাইরাল হয়। হামলায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার গোষ্ঠীর কয়েকজন।
এই প্রসঙ্গে তৃণমূল মহিলা নেত্রীকে সুর্পনখার সঙ্গে তুলনা করেন দিলীপ ঘোষ। তিনি লিখেছেন, খড়্গপুরের তৃণমূলের মহিলা বাহিনীর (সুর্পণখা) অত্যাচার। একজন বরিষ্ঠ বামপন্থী নেতাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে মুখে কালি লাগিয়ে অপমান করা হচ্ছে। রাজ্যে আইন শৃঙ্খলা কোথাও নেই। একদিকে কলকাতার তৃণমূল নেতা মহিলা কর্মীকে ধর্ষণ করছে আর অন্যদিকে সেই তৃণমূলের মহিলা কর্মীরা বয়োজ্যেষ্ঠদের রাস্তায় অপমান করছে।
দিলীপ ঘোষ আরো লিখেছেন, তৃণমূল শুধু সিপিএম বা বিজেপির শত্রু নয়, তৃণমূল হল এই সমাজের শত্রু, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের শত্রু। তাই তৃণমূলকে হটাতে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে।
অস্বস্তিতে ঢাকতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বেবি কোলেকে শোকজ চিঠি পাঠিয়েছেন। তিনি জানান, তাঁর কৃতকর্ম দলবিরোধী এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী।